হাথুরুসিংহের মতো স্বাধীনতা পাবেন রোডস

বাংলাদেশের দায়িত্ব পালনকালে অবাধ স্বাধীনতা ছিল চন্ডিকা হাথুরুসিংহের। তার চাওয়ায় নির্বাচক কমিটিতেও সরাসরি রাখা হয়েছিল তাকে। নতুন স্টিভ রোডসকেও একই রকম স্বাধীনতা দেওয়ার কথা জানিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।
Steve Rhodes-Nazmul Hasan
নতুন কোচ স্টিভ রোডসকে পাশে নিয়ে নাম ঘোষণা করেন বিসিবি প্রধান নাজমুল হাসান। ছবি: ফিরোজ আহমেদ

বাংলাদেশের দায়িত্ব পালনকালে অবাধ স্বাধীনতা ছিল চন্ডিকা হাথুরুসিংহের। তার চাওয়ায় নির্বাচক কমিটিতেও সরাসরি রাখা হয়েছিল তাকে। নতুন স্টিভ রোডসকেও একই রকম স্বাধীনতা দেওয়ার কথা জানিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।

বৃহস্পতিবার বেক্সিমকো কার্যালয়ে রোডসের সঙ্গে ঘন্টা তিনের বৈঠক শেষে বেরিয়ে নতুন কোচ হিসেবে তার নাম ঘোষণা করেন বিসিবি প্রধান। বোর্ড প্রধানের মতে নতুন কোচের ভূমিকা হবে আগের কোচের মতই,কোচের উপর অন্য কারো খবরদারি রাখতে চায় না বিসিবি, ‘হাথুরুসিংহের মতোই স্বাধীনতা তিনি পাবেন। কোচ হলেন টিচারের মতো। তার উপরে তো কথা বলার দরকার নেই। তার যে সব সাপোর্ট লাগবে, সব তাকে দেয়া হবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই।’

বোর্ড সভাপতি জানান তাদের করা তিনজনের সংক্ষিপ্ত তালিকায় সবার উপরের নাম ছিল স্টিভ রোডস। এই ইংলিশ কোচের ব্যাপারে সুপারিশ করেছিলেন স্বল্পকালীন পরামর্শক হয়ে আসা গ্যারি কারস্টেনও, ‘আমাদের তিনজনের শর্টলিসট ছিলো। তিনি সেখনে এক নম্বরে ছিলেন। গ্যারি কারস্টেন যে লিস্ট দিয়েছে, সেখানেও তার নাম ছিলো। যেহেতু দুই তালিকায় তার নমা ছিলো, এ কারণে তকেই আমরা কনফার্ম করলাম। তাকে এখনই পাওয়া যাবে। সব দিক বিবেচনা করে মনে হয়েছে, তিনিই ঠিক।’

ঈদের ছুটির পর ২০ জুন দলের সঙ্গে যোগ দেবেন স্টিভ রোডস।

Comments