খেলা

আরও এক মাইলফলকে সাকিব

হাতছানিটা প্রথম ম্যাচ থেকেই ছিল। ১০ হাজার রান ও ৫০০ উইকেটের ডাবলসে পৌঁছাতে এই ম্যাচের আগে দরকার ছিল ১ উইকেট। ১৯তম ওভারে নাজিবুল্লাহ জাদরানকে আউট করেই আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলফলকে পৌঁছান সাকিব আল হাসান।
Shakib AL Hasan
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

হাতছানিটা প্রথম ম্যাচ থেকেই ছিল। ১০ হাজার রান ও ৫০০ উইকেটের ডাবলসে পৌঁছাতে এই ম্যাচের আগে দরকার ছিল ১ উইকেট। ১৯তম ওভারে নাজিবুল্লাহ জাদরানকে আউট করেই আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলফলকে পৌঁছান সাকিব আল হাসান।

তিন সংস্করণ মিলিয়ে ১০ হাজার রান ও ৫০০ উইকেট নেওয়া ইতিহাসে মাত্র তৃতীয় ক্রিকেটের সাকিব। শীর্ষ এই অলরাউন্ডার এমন অর্জনের পৌঁছাতে লাগল মোট ৩০২ ম্যাচ।

৫১ টেস্টে সাকিবের শিকার ১৮৮ উইকেট। ১৮৫ ওয়ানডেতে নিয়েছে ২৩৫ উইকেট আর ৬৬ টি-টোয়েন্টিতে নেমে পেলেন ৭৭ উইকেট।

টেস্টে ৩৫৯৪, ওয়ানডেতে ৫২৪৩ আর এই ম্যাচের আগ পর্যন্ত টি-টোয়েন্টিতে করেছেন ১২৫৫ রান।

সাকিবের আগে এই কীর্তি ছিল দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ও পাকিস্তানের শহীদ আফ্রিদির। সব মিলিয়ে ৪২০তম ম্যাচে ৫০০ উইকেট নিয়েছিলেন ক্যালিস। তখন অবশ্য তার নামের পাশে হয়ে গেছে ২০ হাজার রান। আর আফ্রিদি এই ডাবলসের দেখা পেয়েছেন ৪৭৭ ম্যাচে।

 

Comments

The Daily Star  | English

6 firms, 3 individuals awarded by The Daily Star and CSR Window Bangladesh

Six companies and three young humanitarians were felicitated today at the 3rd Bangladesh Sustainability Excellence Awards for their sustainable and socially impactful initiatives

4h ago