বিশ্বকাপের ৩২ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড

world cup logo

এবারের রাশিয়া বিশ্বকাপের বরাবরের মতোই ৩২ দলে মোট ৭৩৬ জন খেলোয়াড় অংশ নেবেন। দল ঘোষণার শেষ দিন ছিল ৪ জুন। তার আগেই অবশ্যই সব দল চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেন। তবে চোটের কারণ এইসব স্কোয়াডে এক বা একাধিক পরিবর্তন হতে পারে। 

গ্রুপ এ

রাশিয়া

গোলরক্ষক: ইগোর আকিনফিভ, ভ্লাদিমির গাবুলোভ, আন্দ্রে লুনেভ।

ডিফেন্ডার: ভ্লাদিমির গ্রানাত, ফেদোর কুদ্রাইয়াসহোভ, ইলা কুতেপোভ, আন্দ্রে সেমেনোভ, সের্গেই ইগনাশিভিচ, মারিও ফের্নান্দেস, ইগোর স্মোলনিকভ।

মিডফিল্ডার: ইউরি গাজিন্সস্কি, আলেকজান্দার গোলভিন, অ্যালান জিগোয়াভ, আলেকজান্দার রখিন, ইউরি জিরকভ, ডেলার কুজিয়াভ, রোমান জোবনিন, আনেকজান্দার সামিডোভ, আন্তন মিরানচুক, ডেনিস চেরিশিভ।

ফরোয়ার্ড: আর্টেম জুবা, আলেক্সি মিরানচুক, ফেদরে সমোলোভ।

সৌদি আরব

গোলরক্ষক: মোহাম্মদ আল হারাবি, ইয়াসির আল মুসাইলেম, আব্দুল্লাহ আল-মায়ুফ।

ডিফেন্ডার:মানসুর আল-হারবি, ইয়াসির আল-শাহরানি, মোহাম্মদ আল-ব্রেইক, মোতাজ হাওসায়ি, ওসামা হাওসায়ি,  ওমর হাওশাসায়ি, আলি আল বুলাইহি।

মিডফিল্ডার: আব্দুল্লাহ আল খাইবারি, আব্দুল মালেক আল খাইবারি, আব্দুল্লাহ ওতায়েফ, তাইসির আল জসিম, হোসাইন আল মুগাহুই, সালমান আল ফরজ, মোহাম্মদ কানো, হাত্তান বাহেব্রি, সালেম আল দাওসারি, ইয়াহইয়া আল সেহরি।

ফরোয়ার্ড: মোহাম্মদ আল শাহলাওয়ী, মুহান্নাদ আসসিরি, ফাহাদ আল মুয়াল্লাদ।

মিশর

গোলরক্ষক: এসাম এল হাদারি, মোহামেদ এল শেনাউই, শেরিফ একরামি।

ডিফেন্ডার: আহমেদ ফাতহি, সা’দ সামির, আয়মান আশরাফ, মাহমুদ হামদি, মোহামেদ আবদেল-শাফি, আহমেদ হেগাজি, আলি গাবর, আহমেদ এল মোহাম্মদি, ওমর গাবের।

মিডফিল্ডার: তারেক হামেদ, শিকাবালা, আব্দাল্লাহ সাঈদ, সাম মুরসি, মোহামেদ এলনেনি, মাহমুদ কাহরাবা, রামাদান সোবহি, মাহমুদ হাসান, আমর ওয়ারাদা।

ফরোয়ার্ড: মারওয়ান মোহসেন, মোহাম্মদ সালাহ।

উরুগুয়ে

গোলরক্ষক: ফার্নান্দো মুসলেরা, মার্টিন সিলভা, মার্টিন কামপানা।

ডিফেন্ডার: মার্টিন ক্যাসেরাস, সেবাস্টিয়ান কোতেস, হোসে মারিয়া গিমেনেজ, দিয়েগো গোডিন, ম্যাক্সিমিলিয়ানো পেরেইরা, গ্যাস্টন সিলভা, গুইলারমো ভারেলা।

মিডফিল্ডার: গিওর্গিয়ান ডি আরাসকায়েটা, রদ্রিগো বেনটানকার, দিয়েগো লাক্সাল্ট, নাহিটান নানডেজ, ক্রিস্টিয়ান রডরিগুয়েজ, কার্লোস সানচেজ, লুকাস টোরেইরা, মাটিয়াস ভেসিনো।

ফরোয়ার্ড: এডিনসন কাভানি, ম্যাক্সিমিলিয়ানো গোমেজ, লুইস সুয়ারেজ, ক্রিস্টিয়ান স্টুয়ানি।

গ্রুপ বি:

পর্তুগাল

গোলরক্ষক: অ্যান্থোনি লোপেজ, বেতো, রুই প্যাট্রিসিয়া।

ডিফেন্ডার: ব্রুনে আলভেজ, কেডরিক, হোসে ফন্তে, মারিও রুই, পেপে, রাফায়েল গুয়েরেইরো, রিকার্ডো পেরেইরা, রুবেন ডিয়াজ।

মিডফিল্ডার: অ্যাদ্রিয়েন সিলভা, ব্রুনো ফার্নান্দেজ, হোয়াও মারিও, জোয়াও মুতিনহো, ম্যানুয়েল ফার্নান্দেজ, উইলিয়াম কার্ভালহো।

ফরোয়ার্ড: আন্দ্রে সিলভা, বার্নার্ডো সিলভা, ক্রিশ্চিয়ানো রোনালদো, জেলসন মার্টিন্স, গনক্যালো গুয়েদেস, রিকার্ডো কারেসমা।

স্পেন

গোলরক্ষক: পেপে রেইনা, ডেভিড দি গিয়া, কেপা আরিজাবালাগা।

ডিফেন্ডার: নাচো ফার্নান্দেজ, সার্জিও রামোস, দানি কারভাজেল, জেরার্ড পিকে, জর্ডি আলবা, আলভারো ওদ্রিজোলা, নাচো মনরিয়েল, সেজার আজপিলিকোয়েটা।

মিডফিল্ডার: আন্দ্রেস ইনিয়েস্তা, সার্জিও বুসকেটস, সওল নিগুয়েজ, কোকে, ইস্কো, মার্কো আসেনিসও, থিয়াগো আলকানতারা, ডেভিড সিলভা।

ফরোয়ার্ড: ইয়াগো আসপাস, রদ্রিগো, ডিয়েগো কস্তা, লুকাস ভাজকুয়েজ।

ইরান

গোলরক্ষক: আলিরেজা বিরানভান্দ, রাশিদ মাজাহেরি, আমির আবেদজাদেহ।

ডিফেন্ডার: আলি ঘোলিজাদেহ, মাজিদ হোসেইনি, মিলাদ মোহাম্মাদি, মোহাম্মাদ খানজাদেহ, মোর্তেজা পুরালিগাঞ্জি, পেজমান মোন্তাজেরি, রামিন রেজাইয়ান, রুজবেহ চেশমি।

মিডফিল্ডার: এহসান হাজি সাফি, কারিম আনসাফিরাদ, মাসুদ শোজাই, মাহদি তোরাবি, ওমিদ ইব্রাহিমি, সাইদ ইজাতোলাহি।

ফরোয়ার্ড: আলিরেজা জাহানবকশ, আশকান দেজাগেহ, মাহদি তারেমি, রেজা গুচানেজাদ, সামান ঘুদ্দুস, সারদার আজমাউন, ভাহিদ আমিরি।

মরক্কো

গোলরক্ষক: মুনির এল কাজুই, ইয়াসিন বোনু, আহমাদ রেদা।

ডিফেন্ডার: মেহেদি বেনাটিয়া, রোমান সেইস, ম্যানুয়েল দ্য কস্তা, বাদ্র বেনোন, নাবিল দিরার, আশরাফ হাকিমি, হামজা মেন্দিল।

মিডফিল্ডার: এমবার্ক বোসুফা, করিম এল আহমাদি, ইউসুফ আইত বেনাসের, সুফিয়ান আমরাবাত, ইউনুস বেলহানদা, ফ্যাকেল ফাজর, আমিন হারিত।

ফরোয়ার্ড: খালিদ বোতাইব, আজিজ বোহাদ্দুজ, আইয়ুব এল কা’বি, নরদিন আমরাবাত, মেধি সারসেলা, হাকিম জিয়েচ।

গ্রুপ সি

ফ্রান্স

গোলরক্ষক: স্টিভ মানদান্দা, আলফোনসে আরিওলা, হুগো লরিস।

ডিফেন্ডার: লুকাস হার্নান্দেজ, প্রেসনেল কিমপেম্বে, বেঞ্জামিন মেন্দি, বেঞ্জামিন পাভার্ড, আদিল রামি, জিব্রিল    সিদিবে, স্যামুয়েল উমতিতি, রাফায়েল ভারানে।

মিডফিল্ডার: এনগুলো কান্তে, ব্লেইস মাতুইদি, স্টিভেন এনজোনজি, পল পগবা, ক্লোরেনতিন তোলিসো।

ফরোয়ার্ড: ওসমান ডেম্বেলে, নাবিল ফেকির, অলিভার জিরু, আন্তোনিও গ্রিজম্যান, থমাস লেমার, কিলিয়ান এমবাপে, ফ্লোরিয়ান থাওভিন।

পেরু

গোলরক্ষক: পেদ্রো গ্যালেস, কার্লোস ক্যাসেদা, হোসে কার্ভালো।

ডিফেন্ডার: আলবার্তো রদ্রিগেজ, ক্রিশ্চিয়ান রামোস, মিগুয়েল আরাউজো, অ্যান্ডারসন সান্তামারিয়া, লুইস অ্যাডভিনচুলা, অ্যাদো করজো, মিগুয়েল ত্রাউকো, নিলসন লয়োলা।

মিডফিল্ডার: পেদ্রো অ্যাকুইনো, উইলডার ক্যার্টাগেনা, ইয়োশিমার ইয়োতুন, রেনাতো তাপিয়া, ক্রিশ্চিয়ান কিউয়েভা, পাওলো হার্তাদো, অ্যান্ডি পোলো, এডিসন ফ্লোরেজ।

ফরোয়ার্ড: জেফারসন ফারফান, আন্দ্রে ক্যারিওলা, রাউল রুইদিয়াজ, পাওলো গুয়েরেরো।

ডেনমার্ক

গোলরক্ষক: ফ্রেডেরিক রোনো, জোনাস লোসল, ক্যাসপার স্মেইচেল।

ডিফেন্ডার: আন্দ্রেস ক্রিস্টেনসেন, হেনরিক ডালসগার্ড, সিমন কেজায়ের, জেন্স স্ট্রেইগার লারসেন, ম্যাথিয়াস জার্গেনসেন, জ্যানিক ভেস্তেরগার্ড, জোনাস নুডসেন।

মিডফিল্ডার: উইলিয়াম ভিতভেদ কেভিস্ট, থমাস ডেলানি, ক্রিশ্চিয়ান এরিকসেন, লুকাস লেরাগার, মিচেল ক্রন-দেলি, ল্যাস স্কোনে, পিওনে সিস্টো।

ফরোয়ার্ড: নিকোলাই জারগেনসেন, ইউসুফ ইউরারি পউলসেন, ভিক্টর ফিসচার, ক্যাসপার ডলবার্গ, আন্দ্রেস কর্নেলাস, মার্টিন সি ব্র্যাথওয়েট।

অস্ট্রেলিয়া

গোলরক্ষক: ব্র্যাড জোন্স, ম্যাট রায়ান, ড্যানি ভুকোভিচ।

ডিফেন্ডার: আজিজ বেহিচ, মিয়োস দেগেনেক, ম্যাথু জুরম্যান, জেমস মেরেডিথ, জশ রিসডন, ট্রেন্ট সেইন্সবুরি।

মিডফিল্ডার: জ্যাকসন আরভিন, মিলে জেদিনাক, রব্বি ক্রুস, ম্যাথু লেকি, মাসসিমো লুওংগো, মার্ক মিল্লিগান, অ্যারন মুয়ি, দিমিত্রি পেত্রাতোস, টমি জুরিক।

ফরোয়ার্ড: ড্যানিয়েল আরজানি, টিম কাহিল, টনি জুরিক, জেমি ম্যাকলারেন, আন্ড্রু নাব্বাউট।

 

গ্রুপ ডি

আর্জেন্টিনা

গোলরক্ষক: নাহুয়েল গুজমেন, ফ্রাঙ্কো আরমানি, উইলি কাবায়েরো।

ডিফেন্ডার: গ্যাব্রিয়েল মারকাদো, ফেডেরিকো ফ্যাজিও, নিকোলাস ওটামেন্ডি, ক্রিস্টিয়ান আনসালদি, নিকোলাস ত্যাগলিয়াফিকো, মার্কোস রোহো।

মিডফিল্ডার: এভার বানেগা, জাভিয়ার মাশ্চেরানো, এডুয়ার্ডো সালভিও, লুকাস বিলিয়া, অ্যাঙ্গেল ডি মারিয়া, জিওভানি লো সেলসো, এনজো পেরেস, ম্যাক্সিমিলিয়ানো মেজা, মার্কোস অ্যাকুনা।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, ক্রিশ্চিয়ান পাভোন, পাওলো দিবালা, সার্জিয়ো আগুয়েরো, গঞ্জালো হিগুয়েইন।

আইসল্যান্ড

গোলরক্ষক: হ্যানেস থর হ্যালডরসন, রুনার অ্যালেক্স রুনারসন, ফ্রেডেরিক স্ক্রাম।

ডিফেন্ডার: ক্যারি আরনার্সন, অ্যারি ফ্রেয়ার স্কুলাসন, বিরকির মার সায়েভারসন, এসভেরির ইনগি ইগাসন, হোর্ডার ম্যাগনাসন, হোলমার ওর্ন আইজলফসন, র্যাগনার সিগার্ডসন।

মিডফিল্ডার: জোহান বার্গ গুডমান্ডসন, বিরকির জারনাসন, অ্যারনর ইংভি ট্রস্টাসন, এমিল হ্যালফ্রেডসন, জিলফি সিগার্ডসন, ওলাফুর ইঙ্গি স্কুলাসন, রুরিক জিলাসন, স্যামুয়েল ফ্রিডজনসন, অ্যারোন গানারসন।

ফরোয়ার্ড: আলফ্রেড ফিনবোগাসন, বোজর্ন বার্গম্যান সিগার্ডাসন, জন দ্যাদি বোদভার্সন, আলবার্ট গুডমান্ডসন।

নাইজেরিয়া

গোলরক্ষক: ফ্রান্সিস উঝো, ইকেচু এজেনওয়া, ড্যানিয়েল আকপি।

ডিফেন্ডার: এলডারসন ইচিজি, কেনেথ অমেরো, উইলিয়াম ট্রোস্ট একন, লিওন বালোগান, শেহু আব্দুল্লাহি, টাইরন ইবুই, চিদোজি ওয়াজিম, ব্রায়ান ইদু।

মিডফিল্ডার: ওঘনেকার ইতেব, জন অবি মিকেল, উইলফ্রেড দিদি, ওগেনি ওনাজি, জন ওগু, জোয়েল অবি।

ফরোয়ার্ড: ভিক্টর মোসেস, আহমেদ মুসা, ওডিওন ঘালো, কেলেচি হেনাচো, সিমিওন ওয়াংকো অ্যালেক্স অবি।

ক্রোয়েশিয়া

গোলরক্ষক: লভ্রে কালিনিচ, দানিজেল সুবাসিচ, দমিনিক লিভাকোভিচ।

ডিফেন্ডার: ভেদ্রান করলুকা, দোমাগোজ ভিদা, ইভান স্ট্রাইনিচ, দেজান লোভরেন, সিমে ভ্রাসালজকো, হোসেপ পাইভেরিচ, টিন জেডভাজ, মাতেজ মিত্রোভিচ, দুজে সেলেটা-কার।

মিডফিল্ডার: লুকা মড্রিচ, ইভান রাকিটিচ, মাতিও কোভাকিচ, মিলান বাডেলজ, মার্সেলো ব্রোজোভিচ, ফিলিপ ব্র্যাডারিচ।

ফরোয়ার্ড: মারিও মানজুকিচ, ইভান পারিসিচ, নিকোলা কালিনিচ, আন্দ্রে ক্রামারিচ, মার্কো পিজাকা, আন্তে রেবিচ।

 

গ্রুপ ই

ব্রাজিল

গোলরক্ষক: অ্যালিসন, এডারসন, ক্যাসিও।

ডিফেন্ডার: মার্সেলো, ড্যানিলো, ফিলিপে লুইস, ফ্যাগনার, মারকুইনহস, থিয়াগো সিলভা, মিরান্দা, পেদ্রো।

মিডফিল্ডার: উইলিয়ান, ফার্নান্দিনহো, পাউলিনহো, ক্যাসেমিরো, ফিলিপে কুটিনহো, রেনাতো অগাস্তো, ফ্রেড।

ফরোয়ার্ড: নেইমার, গ্যাব্রিয়েল জিসাস, রবার্তো ফিরমিনো, ডগলাস কস্তা, টেইসন।

সুইজারল্যান্ড

গোলরক্ষক: রোমান ব্যুরকি, ইভোন এমভোগো, ইয়ান সোমার;

ডিফেন্ডার: মানুয়েল আকানি, ইয়োহান জোওরু, নিকো এলভেডি, মাইকেল ল্যাং, স্টেফান লিচস্টাইনার, জ্যাক ফ্রান্সিস মুবঞ্জ, রিকার্দো রোদ্রিগেস, ফাবিয়ান শিয়ার;

মিডফিল্ডার: ভ্যালন বেহরামি, ব্লেরিম জেমাইলি, গেলসন ফের্নান্দেস, রেমো ফ্রিউলার, জেরদার শাকিরি, গ্রান্ট জাকা, স্টিভেন জুবের, ডেনিস জাকারিয়া;

ফরোয়ার্ড: ইয়োসিফ দ্রিমিচ, ব্রেল এমবোলো, মারিও গাভ্রানোভিচ, হারিস সেফেরোভিচ।

কোস্টারিকা

গোলরক্ষক: কিলর নাভাস, প্যাট্রিক পেমবেরটন, লিওনেল মোরিরা।

ডিফেন্ডার : ক্রিশ্চিয়ান গাম্বোয়া, ইয়ান স্মিথ, রোনাল্ড মাতারিতা, ব্রায়ান ওভিডো, অস্কার ডুয়ার্ট, জিয়ানকার্লো গঞ্জালেস, ফ্রান্সিস্কো ক্যালভো, কেন্ডাল ওয়াটসন, জনি আকস্তা।

মিডফিল্ডার : ডেভিড গুজমান, ইলেৎসিন টেজেদা, সেলসো বরগেস, র্যা ন্ডাল অ্যাজোফেইফা, রোডনি ওয়ালেস, ব্রায়ান রুইজ, ড্যানিয়েল কলিড্রেস, ক্রিশ্চিয়ান বোলানোস।

ফরোয়ার্ড : জোহান ভেনেগাস, জোয়েল ক্যাম্পবেল, মার্কো ইউরেনা।

সার্বিয়া

গোলরক্ষক: ভ্লাদিমির স্তোইকোভিচ, প্রেদ্রাক রাইকোভিচ, মার্কো দিমিত্রোভিচ;

ডিফেন্ডার: আন্তোনিও রুকাভিনা, দুস্কো তোসিচ, উরোস স্পাইচ, ব্রানিস্লাভ ইভানোভিচ, আলেকসান্দার কোলারভ, মিলোস ভেলিকোভিচ, মিলান রোদিচ, নিকোলা মিলেনকোভিচ;

মিডফিল্ডার: লুকা মিলিভোয়েভিচ, আন্দ্রিয়া জিভকোভিচ, দুসান তাদিচ, মার্কো গ্রুইচ, ফিলিপ কোসতিচ, সের্গেই মিলিনকোভিচ-সাভিচ, নেমাঞ্জা মাতিচ, আদেম লিয়াইক;

ফরোয়ার্ড: আলেকসান্দার প্রিয়োভিচ, আলেকসান্দার মিত্রোভিচ, নিমাঞ্জা রাদোনিচ, লুকা ইয়োভিচ।

গ্রুফ এফ

জার্মানি

গোলরক্ষক: ম্যানুয়েল ন্যয়ার, কেভিন ট্রাপ, মার্ক-আন্দ্রে টেরস্টেগেন।

ডিফেন্ডার: মারভিন প্লাট্টেনহার্ড, জোনাস হেক্টর, ম্যাথিয়াস গিন্টার, ম্যাটস হামেলস, নিকোলাস সুলে, অ্যান্তোনিও রুডিগার, জেরোমে বোয়াটেং, জোসুয়া কিমিচ।

মিডফিল্ডার: সামি খেদিরা, উলিয়ান ড্র্যাক্সলার, টনি ক্রুস, মেসুত ওজিল, মার্কো রিয়াস, লিওন গোরেৎজকা, সেবাস্তিয়ান রুডি, উলিয়ান ব্র্যান্ডৎ, এলকে গুন্ডুগান।

ফরোয়ার্ড: টিমো ভার্নার, টমাস মুলার, মারিও গোমেজ।

মেক্সিকো

গোলরক্ষক: গুইলের্মো ওচোয়া, আলফ্রেডো তালাভেরা, হেসুস করোনা।

ডিফেন্ডার: কার্লোস স্যালসেদো, দিয়েগো রেয়েস, হেক্টর মোরেনো, হুগো আয়ালা, এডসন আলভারেজ, হেসুস গ্যালার্ডো, মিগুয়েল, লাইয়ুন।

মিডফিল্ডার: রাফায়েল মার্কুয়েজ, হেক্টর হেরেরা, জোনাথন ডস সান্তোস, জিওভানি ডস সান্তোস, আন্দ্রেস গুয়ার্দাদো, মার্কো ফ্যাবিয়ান।

ফরোয়ার্ড: হ্যাভিয়ের হার্নান্দেজ, রাউল জিমেনেজ, ওরিবে পেরালতা, হিসুস ম্যানুয়েল করোনা, কার্লোস ভেলা, হ্যাভিয়ের অ্যাকুইনো, হার্ভিং লোজানো।

সুইডেন

গোলরক্ষক: রবিন ওলসেন, ক্রিস্টোফার নোর্ডফেল্ড, কার্ল ইয়োজান জনসন।

ডিফেন্ডার: আন্দ্রেস গ্রানকিভিস্ট, ভিক্টর নিলসন লিন্ডেলফ, মাইকেল লাস্টিং, লুডউইগ আগাসটিনসন, পনটাস জানসন, এমিল ক্রাফথ, ফিলিপ হেলান্ডার, মার্টিন ওলসন।

মিডফিল্ডার: সেবাস্টিন লারসন, গুস্তাভ সেভেনসন, আলবিন একডাল, এমিল ফোর্সবার্গ, ভিক্টর ক্লায়েসন, জিমি ডারমাজ, মার্কোস রোহডেন, ওস্কার হিলজেমার্ক।

ফরোয়ার্ড: মার্কোস বার্গ, জন গুইডেট্টি, ইসান কিয়েস-থেলিন, ওলা টোইভোনেন।

দক্ষিণ কোরিয়া

গোলরক্ষক: কিম সিউং গায়, কিম জিন ইউন, চো হিউন ও।

ডিফেন্ডারস: লি ইয়ং, জং সিংইউন, ওহ বানসুক, উন ইয়েংসন, পার্ক জো হু, কিম মিনউ, হাং চুল, জ্যাং হিউন সু, গো ইয়ুহান, কিম ইয়ং উন।

মিডফিল্ডার: জু সিজং, লি সিউংউ, কো জা সল, জং উ ইয়ং, কি সুয়াং ইয়ং, লি জাই সুং, মুন সুনমিন।

ফরোয়ার্ড: কিম শিন উক, সন হিউং মিন, ওয়াং হি চান।

 

গ্রুপ জি

বেলজিয়াম

গোলকিপার: থিবো কর্তোয়া, সাইমন মিগনোলেট, কুন কাস্তিল।

ডিফেন্ডার: টবি অ্যালডারউইয়ারল্ড, ডেডির্ক বোয়াতা, থমাস ভারমালেন, জ্যান ভেরতোজেন, লিন্ডার ডেনডোঙ্কার, ভিনসেন্ট কম্পানি, থমাস মিউনার।

মিডফিল্ডার: নাসের চাদলি, এডেন হ্যাজার্ড, থরগান হ্যাজার্ড, মারোন ফেলাইনি, আদনান ইয়ানুজাই, মুসা দেম্বেলে, ইউরি তিলেমান, অ্যাক্সেল উইটজেল, কেবিন ডি ব্রুইন।

ফরোয়ার্ড: ইয়ানিক কারাসো, রোমেলু লুকাকু, ড্রাইস মারটেন, মিচি বাতশুই।

পানামা

গোলরক্ষক: হোসে ক্যালদেরন, জেইম পেনেদো, অ্যালেক্স রদ্রিগেস

ডিফেন্ডার: ফিলিপ ব্যালয়, হ্যারল্ড কামিংস, এরিক ডেভিস, ফিদেল এস্কোবার, অ্যাডলফ মাকাদো, মিচেল মুরিলো, লুইস ওভালে, রোমান তোরেস

মিডফিল্ডার: এডগার বারকেনেস, আরমান্ডো কুপার, আনিবাল গোডোয়, গ্যাব্রিয়েল গোমেস, ভ্যালেন্টিন পিমেন্টেল, আলবার্তো কুইনটেরো, হোসে লুইস রদ্রিগেস

ফরোয়ার্ড: আবডিয়েল আরোয়ো, ইসমাইল দিয়াজ, ব্লাস পেরেস, লুইস তেজাদা, গ্যাব্রিয়েল তোরেস।

তিউনিশিয়া

গোলরক্ষক: আয়মেন আল মাথলুথি, মুয়েজ হাসেন, ফারুক বেন মুস্তাফা।

ডিফেন্ডার: নাগুয়েজ হামদি, ডিলান ব্রোন, রামি বেদুই, ইয়োহান বেনালুয়ান, সিয়াম বেন ইউসেফ, ইয়াসিন মেরিয়াহ, উসামা হাদ্দাদি ও আলি মালাউল।

মিডফিল্ডার: ইলিয়াস সিখরি, মোহাম্মদ আমিন বেন আমোর, ঘেইলিন ছালালি, ফারজানি সাসি, আহমেদ খলিল, সাইফেদ্দিন আল খাউরি।

ফরোয়ার্ড: ফখরেদ্দিন বেন ইউসেফ, আনিস বদ্রি, বাশেম শ্রারফি, ওয়াহবি খাজরি, নাইম স্লিতি ও সাবের খলিফা।

ইংল্যান্ড

গোলরক্ষক: জর্ডান পিকফোর্ড, নিক পোপ, জ্যাক বাটল্যান্ড।

ডিফেন্ডার: কাইল ওয়াকার, কিয়েরান ট্রিপায়ার, ট্রেন্ট অ্যালেক্সজান্দার-আর্নল্ড, গ্যারি চাহিল, ড্যানি রোজ, জন স্টোনস, হ্যারি মাগুইরে, ফিল জোন্স, অ্যাশলে ইয়াং।

মিডফিল্ডার: এরিক ডায়ার, ফ্যাবিয়ান ডেলফ, জর্ডান হেন্ডারসন, ডেলে আলি, রুবেন লোফটাস-চিক, রাহিম স্টারলিং, জেসে লিংগার্ড।

ফরোয়ার্ড: হ্যারি কেন, জেমি ভার্ডি, মার্কাস রাসফোর্ড, ড্যানি ওয়েলব্যাক।

গ্রুপ এইচ

পোলান্ড

গোলরক্ষক: বার্তোজ বিয়ালকোওসকি, লুকাস ফ্যাবিয়ান্সকি ও  ওজসিয়েচ সাজেসনি।

ডিফেন্ডার: জ্যান বেডনারেক, বার্তোজ বেরেসজিন্সকি, থিয়াগো কিয়োনেক, কামিল গুিল্ক, লুকাস পিজেক, আর্তুর ইয়েনজেচিক ও  মাইকেল পাজদান।

মিডফিল্ডার: জাকুব ব্লাসেসকোস্কি, জাসেক গোরালস্কি, কামিল গ্রোসিকি, গ্রজেগর্জ ক্রিকোওইয়াক, রাফায়েল কুরজাওয়া, কারোল লিনেট্টি, মাসিয়েজ রাইবাস, পিতর জিলিনস্কি ও  স্লাওমির পেশকো।

ফরোয়ার্ড: রবার্ট লেভানডোস্কি, দাওয়িদ কোওনক্কি, আর্কাডিউস মিলিক ও  লুকাসজ টিওডোরকজিক।

সেনেগাল

গোলরক্ষক: আবদোলাই দিয়ালো, আলফ্রেড গোমিস, খাদিম দিয়াই।

ডিফেন্ডার: লামিন গাসামা, সালিউ সিস, কালিদু কোলিবালি, কারা বোদি, ইউসুফ সাবালি, সালিফ সানে, মুসা ওয়াগ।

মিডফিল্ডার: ইদ্রিসা গুইয়ে, চেইখো কোয়েত, আলফ্রেড দিয়াই, বাদো দিয়াই, চেইখ দোয়ে, ইসমাইলা সার।

ফরোয়ার্ড: কেইটা বালদে, মামে বিরাম দিউফ, মুসা কোনাতে, সাদিও মানে, এমবায়ে নিয়াং, দিয়াফ্রা সাখো, মুসা সো।

কলম্বিয়া

গোলরক্ষকঃ ডেভিড ওসপিনা, ক্যামিলিও ভারগাস,  হোসে ফার্নান্দো কুয়াদরাদো।

ডিফেন্ডার: ক্রিস্টিয়ান জাপাটা, ডেভিনসন সানচেজ, সান্তিয়াগো আরিয়াস, অস্কার মুরিল্লো, ফ্রাঙ্ক ফাবরা, জোহান মোজিকা, ইয়েরি মিনা।

ডিফেন্ডার: উইলিমার ব্যারিওস, কার্লোস সানচেজ, জেফারসন লারমা, হোসে ইজকুয়ের্দো, হামেস রদ্রিগেজ,  অ্যাবেল আগুইলার, মাতিয়ুস উরিবে, ইয়েম্মি ছারা, হুয়ান ফার্নান্দো কুইনতেরো, হুয়ান কুয়াদরাদো।

ফরোয়ার্ড: রাদামেল ফ্যালকাও, মিগুয়েল বোরজা, কার্লোস বাক্কা, লুইস ফার্নান্ডো মুরিয়েল।

জাপান

গোলরক্ষক: এইজি কাওয়াশিমা, মাসাকি হিগাশিগুচি, কোসুকে নাকামুরা।

ডিফেন্ডার: ইয়ুতো নাগাতোমো, তোমোয়াকি মাকিনো, ওয়াতারু এন্দো, মায়া উয়োশিদা, হিরোকি সাকাই, গোতোকু সাকাই, জেন শোজি, নাওমিচি উদেয়া।

মিডফিল্ডার: মাকোতো হাসিবে, কেইসুকে হোন্ডা, তাকাশি ইনুয়ি, শিনজি কাগাওয়া, হোতারু ইয়ামাগুচি, গেংকি হারাগুচি, তাকাশি উসামি, গাকু শিবাসাকি, রিয়োতা ওশিমা।

ফরোয়ার্ড: শিনজি ওকাজাকি, ইয়ুইয়া ওসাকো, ইয়োশিনোরি মুতো।

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

4h ago