অস্ট্রিয়াকে তিন গোলে উড়িয়ে প্রস্তুতি সারল ব্রাজিল
রাশিয়া যাওয়ার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি দারুণভাবে সেরেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রীতি ম্যাচে অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে তিতের শিষ্যরা। গোল পেয়েছেন গ্যাব্রিয়েল জেসুস, নেইমার আর কৌতনহো।
ভিয়েনায় রোববার রাতে স্বাগতিকদের চেপে ধরে প্রেসিং ফুটবল খেলেছে ব্রাজিল। চোট কাটিয়ে ফিট হওয়া নেইমার আগের প্রস্তুতি ম্যাচে দ্বিতীয়ার্ধে নেমেছিলেন। এদিন শুরু থেকে ৮৫ মিনিট পর্যন্ত খেলেছেন নির্বিঘ্নে। পায়ে পুরনো ছন্দে থাকার ইঙ্গিত দিয়েছেন ম্যাচজুড়ে।
ব্রাজিলকে প্রথম গোল পাইয়ে দেন অধিনায়ক জেসুস। ৩৬ মিনিটে কর্নার থেকে পাওয়া বলে নিখুঁত ফিনিশ করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। বিরতির আগে গোল ওই একটাই।
বিরতির পর দ্বিতীয় গোল করেন নেইমার। ৬৩ মিনিটে উইলিয়ানের দারুণ পাস থেকে বল জালে জড়ান ব্রাজিলের সেরা তারকা। তবে গোলের পর জার্সি খোলে উদযাপন করায় হলুদ কার্ড দেখেন তিনি।
মিনিট ছয়েক পরেই রবার্তো ফিরমিনোর সঙ্গে ওয়ান-টু-ওয়ান খেলে তৃতীয় গোল করেন ফিলিপ কৌতিনয়ো। এরপর কিছুক্ষণ পরই কৌতিনয়ো আর নেইমারকে তুলে নিয়ে তাইসন আর ডগলাস কস্তাকে নামান তিতে।
এবার বিশ্বকাপে ব্রাজিল আছে ‘ই’ গ্রুপে। ১৭ জুন বাংলাদেশ সময় রাত ১২টায় নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে নামবে শিরোপা প্রত্যাশীরা।
Comments