হাঁটুর ব্যথায় অনুশীলন ছাড়লেন পিকে

বিশ্বকাপের আগে যেন ইনজুরির মিছিল শুরু হয়েছে তারকা খেলোয়াড়দের। দিনে দিনে এর সংখ্যা বাড়ছেই। সোমবার নিজেদের অনুশীলনে হাঁটুতে ব্যথা পেয়েছেন স্পেনের অন্যতম সেরা ডিফেন্ডার জেরার্দ পিকে। বড় ধরণের ইনজুরি না হলেও এদিন আর অনুশীলন করতে পারেননি বার্সেলোনা তারকা।
এদিন অনুশীলনের সময় দৌড় দিতে গিয়ে হঠাৎই হাঁটুতে ব্যথা অনুভব করেন পিকে। এরপরও কিছুক্ষণ মাঠে ছিলেন। কিন্তু ব্যথা ক্রমেই বাড়তে থাকায় তাকে আগে ভাগেই ছুটি দিয়ে দেন কোচ লাপেতিগি। এতে দলের সব খেলোয়াড়ই ঘাবড়ে গিয়েছিলেন। তবে তার ইনজুরি খুব গুরুতর কিছু নয় বলে আশ্বস্ত করেছেন কোচ।
বর্তমান সময়ের অন্যতম সেরা ডিফেন্ডার পিকে। বার্সেলোনার আস্থার প্রতীক হয়ে আছেন সেই ২০০৮ সাল থেকে। তবে জাতীয় দলে সের্জিও রামোসের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে স্পেনের রক্ষণভাগও আগলে রেখেছেন প্রায় এক দশক হলো। দুইজনের মধ্যে রসায়নটাও দারুণ।
আর এ কারণেই দারুণ শক্তিশালী রক্ষণভাগ নিয়েই রাশিয়া যাচ্ছে স্পেন। বিশ্বকাপের বাছাই পর্বে মাত্র ৩টি গোল খেয়েছিলো তারা। কিন্তু তার আগে পিকের চোটে কিছুটা হলেও দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে স্প্যানিশদের।
এদিকে দানি আলভেস, সের্জিও রোমেরোর মতো খেলোয়াড়দের তো বিশ্বকাপই শেষ হয়ে গিয়েছে আগেই। ইনজুরি নিয়ে রাশিয়া পা রাখছেন অনেক খেলোয়াড়ই। দু’দিন আগেই ইনজুরিতে বিশ্বকাপ শেষ হয়ে গেছে আর্জেন্টিনার মিডফিল্ডার লানজিনির।
Comments