এশিয়া কাপ জয়ী মেয়েদের ২ কোটি টাকার বোনাস ঘোষণা বিসিবির

এশিয়া কাপ জয়ী বাংলাদেশ নারী দলের জন্য মোট দুই কোটি টাকার বোনাস ঘোষণা করেছে বিসিবি। জয়ী দলের সব সদস্য পাবেন ১০ লাখ টাকার করে পুরস্কার। চুক্তিভুক্ত ক্রিকেটারদের বেতন বাড়ার পদক্ষেপও নিতে যাচ্ছে বিসিবি।
এশিয়া কাপ নিয়ে মেয়েরা দেশে ফেরার পর বোর্ড সভাপতি নাজমুল হাসান আজ (১১ জুন) এই ঘোষণা দেন।
রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিসিবি আয়োজিত সংবর্ধনায় নাজমুল হাসান বলেন, ‘নারী ক্রিকেটাররা আমাদের প্রথম বৈশ্বিক শিরোপা জিতিয়েছে। নারীরাই আমাদের পথ দেখালেন।’
‘এশিয়া কাপজয়ী নারী ক্রিকেট দলের প্রত্যেককে অন্তত ১০ লাখ টাকা করে পুরস্কার দেয়া হবে। শুধু তাই নয়, যাদের পারফর্ম্যান্স ভালো ছিলো, তাদের জন্য আরও বেশি কিছু দেয়া হবে’, যোগ করেন বোর্ড সভাপতি। বিসিবি প্রধান জানান, মেয়েদের বেতন-ভাতা বাড়ানোর ব্যাপারে ওয়ার্কিং কমিটি পর্যালোচনা শুরু করবে।
এছাড়া জাতীয় দলের স্পন্সর মোবাইল কোম্পানি রবি সবাইকে একটি করে আইফোন সিক্স দিয়েছে।
রোববার মালোয়েশিয়ার কুয়ালালামপুরে ভারতকে ৩ উইকেটে হারিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ছেলে ও মেয়ে মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম শিরোপা জেতার ঘটনা এটি।
আরও পড়ুন:
Comments