‘আমাদের হারানোর কিছু ছিল না’
বাংলাদেশের মেয়েদের জন্যে এশিয়া কাপের ফাইনালে যাওয়াই ছিল বিশাল ঘটনা। সেখান থেকে কাপ না জিতলেও বাহবা ঠিকই পেতেন তারা। সামনে হাতছানি আছে প্রাপ্তির, নেই হারানোর শঙ্কা। এমন পরিস্থিতিতে নিজেদের পাখনা মেলে ধরা সহজ হয়েছে বলে মনে করছেন নারী ক্রিকেটাররা।
শেষ বলে যখন দুই রান দরকার তখন স্ট্রাইকে ছিলেন জাহানারা আলম। রুমানা আহমেদ আউট হয়ে যাওয়ায় নন স্ট্রাইকিং প্রান্তে সবে এসেছেন অধিনায়ক সালমা খাতুন। দুজনের মধ্যে কি আলাপ হয়েছিল তখন তা জানিয়েছেন জাহানারা, ‘রুমানা আউট হয়ে যাওয়ার পর দ্বাদশ ব্যক্তি এল। ও আমাকে জানাতে এসেছিল যে, বলটা ব্যাটে লাগাতে হবে। আমি ওকে এক রকম জোর করে পাঠিয়ে দিলাম যে, আমাকে কিছু বলতে হবে না। আমি জানি, কি করতে হবে। আমাকে এই সময়ে মাথা ঠাণ্ডা রাখতে হবে।’
‘সালমা আপুকে আমি সেভাবেই বললাম, ‘সালমা আপু আপনি শুধু দৌড়াবেন’। উনি আমাকে একই কথা বললেন, ‘আগে ব্যাটে বলটা লাগা’। আমি উনাকে বললাম, ‘আপনি কোনো চিন্তা করবেন না। আপনি শুধু দৌড়াবেন’। পরে যা হল তা তো আপনারা সবাই দেখেছেন।’
মেয়েদের এশিয়া কাপের আগের ছয় আসরের সব বারই শিরোপা জিতেছে ভারত। এমন অপ্রতিরোধ্য দলের বিপক্ষে হারটাই স্বাভাবিক, জিতলে আছে বাড়তি পাওনা। এমন ভাবনাই বেশ কাজে দিয়েছে বলে জানান জাহানারা, ‘আরেকটা ব্যাপার ছিল, ওদের বিপক্ষে আমাদের হারানোর কিছু ছিল না। সম্পূর্ণটাই আমাদের জন্য বোনাস। ওরা ছয়বারের চ্যাম্পিয়ন, ওদের হারানোর অনেক কিছু ছিল। ওদের মতো দলকে হারিয়ে আমরা বাংলাদেশ মহিলা ক্রিকেট দল এশিয়ার চ্যাম্পিয়ন হয়েছি, এর মধ্য দিয়ে ক্রিকেট বিশ্বে আমরা নিজেদের চিনিয়েছি। এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। এটা বাংলাদেশের সব মানুষের জন্য অনেক বড় অর্জন।’
এশিয়া কাপ জিতে সোমবার দেশে ফিরে বাংলাদেশ নারী দল। পাঁচ তারকা অনুষ্ঠানে সংবর্ধনায় মিলেছে কাড়ি কাড়ি পুরস্কার। মিলেছে সুযোগ সুবিধার আশ্বাস। এতকিছু হয়ে যাবে ঘুণাক্ষরেও টের পাননি সালমা, ‘কখনোই ভাবিনি এমন হবে। ভালো খেলবো, ভালো রেজাল্ট করবো এটাই চিন্তা ছিল।’
মেয়েদের জেতার অধীর অপেক্ষায় টিভির সামনে ছিলেন ছেলে ক্রিকেটাররাও। জিতে যাওয়ার পর তাদের উল্লাসের ভিডিও পোস্ট করেন তামিম ইকবাল। এমন উৎসব দেখে রোমাঞ্চিত বাংলাদেশ অধিনায়ক, ‘তামিম ভাইয়েরা ভিডিও বের করেছেন দেখে ভালো লেগেছে। আমরা খুব রোমাঞ্চিত ভাইয়েরা আমাদের জন্য এটা করেছেন। ভাইয়েরা করতে পারেন নাই (এশিয়া কাপ জয়) আমরা পেরেছি। এটা বিরাট পাওয়া। ’
Comments