মুন্সিগঞ্জে লেখক ও প্রকাশক শাহজাহান বাচ্চুকে গুলি করে হত্যা

মুন্সিগঞ্জে লেখক-প্রকাশক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক নেতা শাহজাহান বাচ্চুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যার দিকে তিনি নিজ এলাকা সিরাজদিখানে খুন হন।
শাহজাহান বাচ্চু (৫৫) সাপ্তাহিক আমাদের বিক্রমপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। রাজনৈতিকভাবে তিনি একসময় সিপিবির সঙ্গে যুক্ত ছিলেন। সিপিবির জেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন তিনি। এছাড়াও বিশাখা প্রকাশনীর স্বত্তাধিকারী ছিলেন শাহজাহান।
নিহতের কন্যা আচল জাহান দ্য ডেইলি স্টারকে বলেন, তার বাবা মুক্তমনের অধিকারী ছিলেন। ধর্মীয় বিষয় নিয়ে ব্লগে লেখালেখিও করেছিলেন তিনি।
আচল আরও বলেন, ‘দেশে একের পর এক ব্লগার হত্যার সময় মোবাইল ফোনের মাধ্যমে বাবাকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছিল।’
প্রত্যক্ষদর্শীরা জানান, কাকালদি এলাকায় একটি ওষুধের দোকানে বসে ছিলেন শাহজাহান। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুটি মোটরসাইকেলে চারজন এসে প্রথমে বোমা বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করে। লোকজন আশপাশ থেকে সরে গেলে শাহজাহানকে তারা দোকান থেকে বের করে এনে কাছ থেকে বুকে গুলি করে। হামলাকারীদের সবার মুখ কালো কাপড়ে ঢাকা ছিল।
শাহজাহানকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
মুন্সিগঞ্জের পুলিশ সুপার জাহেদুল আলম বলেন, স্থানীয় বিরোধ থেকে তিনি হত্যাকাণ্ডের শিকার হতে পারেন বলে তাদের প্রাথমিক ধারণা। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে।
ঘটনা তদন্তের জন্য ঢাকা থেকে কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে বাংলাদেশে অন্তত ১২ জন মুক্তমনা ব্লগার ও অনলাইন একটিভিস্ট খুন হয়েছেন। এসব হত্যার ঘটনায় জঙ্গি সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করা হয়।
Comments