‘বিশ্বাসঘাতক’ লোপেতেগির উপর প্রচণ্ড খেপেছে স্পেন

Lopetegui
হুলেন লোপেতেগি। ছবি: এএফপি

স্পেন দল যখন বিশ্বকাপ প্রস্তুতিতে প্রচণ্ড ব্যস্ত তখনই খবর আসে তাদের কোচ হুলেন লোপেতেগি বিশ্বকাপের পরপরই হয়ে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের কোচ। জিনেদিন জিদান দায়িত্ব ছাড়ার পর তার সঙ্গে কথা পাকাপাকি করেছে রিয়াল। তবে বিশ্বকাপের আগে এমন খবরে বেজায় চটেছে স্পেন ফুটবল ফেডারেশন। এমনকি কোচকে এখনি বরখাস্ত করার কথা ভাবছে তারা।

এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট ধরা হচ্ছে ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেনকে। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে দারুণ ভারসাম্যপূর্ণ দল গড়া স্পেনকে শক্তিমত্তার দিক থেকে এগিয়ে রেখেছেন অনেক ফুটবল বোদ্ধাই। তবে কোচ বিতর্কে আপাতত ফ্যাসাদে পড়েছে তারা।

স্পেন ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি লুইস রুবিয়ালেস এতটাই খেপেছেন যে, মঙ্গলবার রাতেই মস্কোর ফিফা কংগ্রেস সম্মেলন ছেড়ে উড়ে গেছেন ক্রাসনোদারে স্পেনের বেস ক্যাম্পে।

আজ এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা স্প্যানিশ ফুটবল ফেডারেশনের। তবে স্প্যানিশ মিডিয়ার খবর অনুযায়ী, লোপেতেগিকে বরখাস্ত করার সম্ভাবনাই বেশি।

একাধিক প্রতিবেদন অনুযায়ী, লোপেতেগিয়ের এমন কাজকে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে দেখছেন রুবিয়ালেস। রিয়াল মাদ্রিদের আনুষ্ঠানিক ঘোষণা আসার মাত্র পাঁচ মিনিট আগে এ বিষয়ে জানায় দারুণ ক্ষিপ্ত হন তিনি।

মঙ্গলবার গত সপ্তাহে পদত্যাগ করা  জিনেদিন জিদানের উত্তরসূরি হিসেবে লোপেতেগির নাম ঘোষণা করেছে রিয়াল মাদ্রিদ।   

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

10h ago