বরখাস্তই হলেন স্পেনের কোচ লোপেতেগি

অবশেষে গুঞ্জনই সত্য হলো। স্প্যানিশ মিডিয়ার অনুমান সত্য প্রমাণিত করে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের মাত্র ২৪ ঘণ্টা আগে কোচ হুলেন লোপেতেগিকে বরখাস্ত করলো স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
বিস্ফোরক এই সিদ্ধান্তে ব্যাপারে জানাতে গিয়ে আজ জরুরী এক সংবাদ সম্মেলনে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস বলেছেন, ‘এছাড়া আমাদের হাতে আর কোন বিকল্প ছিল না। তাঁকে বরখাস্ত করতে বাধ্য হয়েছি আমরা। তাঁর প্রতি আমাদের শুভকামনা রইলো।’ তবে লোপেতেগিকে বরখাস্ত করলেও বিশ্বকাপে স্পেনের দায়িত্ব কে সামলাবেন, সে বিষয়ে কিছু জানাননি তিনি।
মূলত বিশ্বকাপের ঠিক আগে আগে বিশ্বকাপ শেষে লোপেতিগুইয়ের রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার ঘোষণা আসায় এমন কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। বিশেষ করে পুরো ব্যাপারটাকে লোপেতিগুই যেভাবে সামলেছেন, তাতে খুবই খেপেছেন ফেডারেশনের নতুন সভাপতি লুইস রুবিয়ালেস। এতটাই খেপেছেন, মঙ্গলবার রাতেই মস্কোর ফিফা কংগ্রেস সম্মেলন ছেড়ে উড়ে গিয়েছিলেন ক্রাসনোদারে স্পেনের বেস ক্যাম্পে।
একাধিক প্রতিবেদন অনুযায়ী, লোপেতিগুইয়ের এমন কাজকে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে দেখেছেন রুবিয়ালেস। রিয়াল মাদ্রিদের আনুষ্ঠানিক ঘোষণা আসার মাত্র পাঁচ মিনিট আগে এ বিষয়ে জানায় দারুণ ক্ষিপ্ত হন তিনি।
গতকাল জিনেদিন জিদানের উত্তরসূরি হিসেবে লোপেতিগুইয়ের নাম ঘোষণা করেছে রিয়াল মাদ্রিদ। আর তারই প্রতিক্রিয়া হিসেবে স্পেনের এমন সিদ্ধান্ত।
Comments