রিয়ালের সমালোচনায় জাভি
বিশ্বকাপ শুরুর ঠিক এক সপ্তাহ আগে রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে জুলেন লোপেতেগির নাম ঘোষণার সমালোচনা করেছেন সাবেক বার্সেলোনা তারকা জাভি হার্নান্দেস। তার মতে কোচ ঘোষণার জন্য সঠিক সময় বেছে নেয়নি স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।
আর এমন কথা বলবেনই না কেন জাভি। বিশ্বকাপ আগে লোপেতেগির এমন সিদ্ধান্ত মেনে নিতে পারছে না কেউই। স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফএএফ) তো আগের দিন বরখাস্তই করে তাকে। ফলে কিছুটা হলেও অস্থিরতা বিরাজ করছে স্পেন দলে। আর এর জন্য রিয়ালকে দায়ী করছেন জাভি।
তার মতে কোচের নাম ঘোষণাটা বিশ্বকাপের পরে দিলেও পারতো রিয়াল। তবে প্রথমে এ বিষয় নিয়ে মুখ খুলতে রাজি হননি জাভি। স্পেনের রেডিও মার্কায় দেওয়া সাক্ষাৎকারের এক পর্যায়ে বলেন, ‘আমি এটা বলার কেউ না। তবে এটা সঠিক সময় ছিলো না।’
লোপেতেগিকে বরখাস্ত করার ঘণ্টা খানেক পর স্পেনের নতুন কোচ হিসেবে আরএফএএফের স্পোর্টস ডিরেক্টর ফার্নান্দো হিয়েরোর নাম ঘোষণা স্পেন ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। নতুন কোচের অধীনে স্পেন স্বাভাবিক খেলাটা খেলতে পারবে কি না এ নিয়ে দ্বিধায় ফুটবল বোদ্ধারা।
তবে এমন কিছু ভাবছেন না জাভি। তার বিশ্বাস স্বাভাবিক খেলাই খেলবে খেলোয়াড়রা। রামোসদের উপর আস্থা রেখে বলেন, ‘আপনি আগে কিছুই বলতে পারবেন না। খেলোয়াড়রা এসব দেখেছে। আমি নিশ্চিত বিশ্বকাপে তারা ভালো খেলবে।’
লোপেতেগি না থাকায় কেউ কেউ আবার নেতৃত্বের অভাব দেখছেন রাশিয়ায়। নতুন কোচের অধীনে কতটা মানিয়ে নিতে পারবে এ নিয়েও রয়েছে সন্দেহ। রামোস, পিকে, ইনিয়েস্তারাই নেতৃত্ব দিবেন বলে মনে করেন জাভি, ‘নেতৃত্ব মিস হবে না। কারণ সেখানে (সের্জিও) রামোস, (জেরার্দ) পিকে, (আন্দ্রেস) ইনিয়েস্তা আছে।’
লোপেতেগিকে বরখাস্ত করার ঘটনায় কিছু ইতিবাচক দিকও দেখছেন জাভি। এতে খেলোয়াড়দের একতা বাড়বে বলে মনে করেন তিনি, ‘তারা সবাই প্রস্তুত এবং দলের পরিবেশও খুব ভালো। এটা সঠিক পরিস্থিতি নয় কিন্তু পাশাপাশি এটা তাদের একতা আর বাড়াবে। এবং দলকে আরও বেশি দিবে।’
Comments