শরীয়তপুরে ‘বন্দুকযুদ্ধে’ কথিত মাদক বিক্রেতা নিহত

শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার ভদ্রচাঁদ এলাকায় গোয়েন্দা বাহিনীর সদস্যদের সঙ্গে আজ (১৫ জুন) ভোরে ‘বন্দুকযুদ্ধে’ একজন সন্দেহভাজন মাদক বিক্রেতা নিহত হয়েছেন।
gunfight logo
স্টার প্রাফিক্স

শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার ভদ্রচাঁদ এলাকায় গোয়েন্দা বাহিনীর সদস্যদের সঙ্গে আজ (১৫ জুন) ভোরে ‘বন্দুকযুদ্ধে’ একজন সন্দেহভাজন মাদক বিক্রেতা নিহত হয়েছেন।

নিহত ব্যক্তি নাম রুহুল আমিন বাঘা (৫০)। তিনি উপজেলার চর জুশিরগাঁও এলাকার মোসলেম বাঘার ছেলে।

শরীয়তপুর পুলিশ সুপার আব্দুল মোমেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা গত রাত দেড়টার সময় সেই এলাকায় অভিযান চালান।

ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে রুহুল তার সহযোগীদের নিয়ে গুলি ছুঁড়লে আত্মরক্ষার জন্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালাতে বাধ্য হন।

সংক্ষিপ্ত গোলাগুলির পর পুলিশ রুহুলকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করে শরীতপুর সদর হাসপাতালে নিয়ে আসে। সেসময় চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ জানায়, রুহুল মাদক সংক্রান্ত ছয়টি মামলার পলাতক আসামি ছিলেন।

উল্লেখ্য, গত ১৫ মে শুরু হওয়া মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সারাদেশে অন্তত ১১৩ জন নিহত হয়েছেন। এছাড়াও, অন্তত ৩৪ জন সন্দেহভাজন মাদক বিক্রেতার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রকাশিত খবরে বলা হয়েছে, তারা প্রতিদ্বন্দ্বী দলের সদস্যদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

Comments