সব ভুলে পর্তুগাল ম্যাচে মনোযোগ দেয়ার আহ্বান রামোসের

গত কয়েকদিনে নাটক কম হয়নি স্পেন দলকে ঘিরে। বিশ্বকাপ শুরুর এক দিন আগে কোচ ছাটাই, তারপর তাড়াহুড়ো করে নতুন কোচ নিয়োগ। বিশ্বকাপের আগে এতসব নাটকের ভিড়ে চাপা পড়ে গেছে ‘বি’ গ্রুপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচটিই। তাই স্পেন অধিনায়ক সার্জিও রামোস বলছেন, সময় হয়েছে সব পেছনে ফেলে পর্তুগাল ম্যাচে মনোযোগ দেয়ার।

গত কয়েকদিনে নাটক কম হয়নি স্পেন দলকে ঘিরে। বিশ্বকাপ শুরুর এক দিন আগে কোচ ছাটাই, তারপর তাড়াহুড়ো করে নতুন কোচ নিয়োগ। বিশ্বকাপের আগে এতসব নাটকের ভিড়ে চাপা পড়ে গেছে ‘বি’ গ্রুপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচটিই। তাই স্পেন অধিনায়ক সার্জিও রামোস বলছেন, সময় হয়েছে সব পেছনে ফেলে পর্তুগাল ম্যাচে মনোযোগ দেয়ার।

ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে রামোসের কথায় স্পষ্ট, লোপেতেগিকে এখনো মিস করছেন তাঁরা, ‘আমাদের মনেই হচ্ছে না যে তিনি আমাদের সাথে নেই। সবকিছুতেই তাঁর অস্তিত্ব খুঁজে পাচ্ছি আমরা। এই বিশ্বকাপে আমাদের সাথে যা কিছুই হোক, লোপেতেগি তার অংশই থাকবেন।’

তবে লোপেতেগি অধ্যায় পেছনে ফেলে এখন সামনে তাকাতে হবে, সেটিও মনে করিয়ে দিয়েছেন লা ফুরিয়া রোজাদের অধিনায়ক, ‘এসব আমাদের যত দ্রুত সম্ভব ভুলে যেতে হবে। আমাদের কাছে কোন ব্যক্তি নয়, বরং স্পেন জাতীয় দল সবার ঊর্ধ্বে। লোপেতেগির দায়িত্ব নেয়ার ক্ষেত্রে হিয়েরোর চেয়ে ভালো আর কে হতে পারতো? হিয়েরোর মতো একজন কিংবদন্তি আমাদের সাথে আছেন, এটা আমাদের জন্য অনেক সম্মানের। আমরা তাঁকে অনেক দিন ধরে চিনি, এই কাজের জন্য তিনি আদর্শ। বিশ্বকাপের জন্য আমাদের প্রস্তুতিতে এই ঘটনা কোন প্রভাব ফেলবে না।’

স্পেন দলে কোন ফাটল নেই বলেও নিশ্চিত করেছেন অধিনায়ক, ‘আমাদের স্কোয়াডে কোন প্রকার কোন ভাঙ্গন নেই। আমরা সবাই একই মায়ের সন্তান। আমাদের সবার লক্ষ্য একটাই, বিশ্বকাপ জয়। আর সেই লক্ষ্য কোন কিছুর কারণেই বদলাবে না। বাকি সবকিছুকে এক পাশে সরিয়ে রেখে বিশ্বকাপ জয়ের জন্য ঝাঁপাতে হবে আমাদের। আমি নিশ্চিত করে বলতে পারি, আমাদের দলে এই মুহূর্তে কোন সমস্যাই নেই। আমরা বিশ্বকাপ শুরুর জন্য মুখিয়ে আছি।’

নতুন কোচ হিয়েরোও বলছেন, স্পেন তাদের লক্ষ্য থেকে বিচ্যুত হবে না, ‘গত দুই সপ্তাহ ধরে যে কাজ হয়েছে, সেই অনুযায়ীই আমরা প্রস্তুত হচ্ছি। এই দলের উপর আমার পূর্ণ আস্থা আছে। তীব্র আকাঙ্ক্ষা আছে এই দলের মধ্যে। বাস্তবতা হচ্ছে, কোন কিছু বদলানোর মতো সময় আমাদের যাতে ছিল না, আর আমরা কিছু বদলাচ্ছি ও না।’

 

 

Comments