বন্দুকধারীদের গুলিতে কাশ্মিরে প্রথিতযশা সাংবাদিক নিহত

ভারত-শাসিত কাশ্মিরে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে একজন প্রথিতযশা সাংবাদিক নিহত হয়েছেন। বিরোধপূর্ণ জম্মু-কাশ্মিরে শান্তি প্রক্রিয়ার সঙ্গে তিনি সংশ্লিষ্ট ছিলেন।
আমাদের নতুন দিল্লি সংবাদদাতা জানান, কাশ্মির পুলিশের মহাপরিচালক এস পি বৈদ্য বলেন, ১৪ জুন সন্ধ্যায় শ্রীনগরের ব্যস্ত লালচক এলাকায় তিন থেকে চারজন বন্দুকধারী ইংরেজি দৈনিক ‘রাইজিং কাশ্মির’-এর সম্পাদক ৫১ বছর বয়সী সৈয়দ সুজাত বুখারিকে তার অফিসের বাইরে হত্যা করে।
বুখারি তার গাড়িতে উঠার সময় মোটরসাইকেল আরোহী বন্দুকধারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় তার একজন ব্যক্তিগত দেহরক্ষীও নিহত এবং অপর একজন গুরুতর আহত হন।
‘রাইজিং কাশ্মির’ ছাড়াও বুখারি উর্দু দৈনিক ‘বুলন্দ কাশ্মির’, উর্দু সাপ্তাহিক ‘কাশ্মির পারচাম’ এবং কাশ্মিরি ভাষার ‘সানগারমাল’-এর সম্পাদনা করতেন। ‘রাইজিং কাশ্মির’-এর সম্পাদক হওয়ার আগে তিনি দীর্ঘ ১৫ বছর প্রভাবশালী ভারতীয় পত্রিকা ‘দ্য হিন্দু’-র জম্মু-কাশ্মিরের ব্যুরো প্রধানের দায়িত্ব পালন করেছিলেন।
Comments