অমন ভুলের পরও ডি গিয়াকে আগলেই রাখছেন মরিনহো

সময়ের অন্যতম সেরা গোলকিপার বলা হয় তাঁকে। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দারুণ পারফরম্যান্স দেখিয়ে চলেছেন কয়েক মৌসুম ধরেই। এবারের বিশ্বকাপে গোলপোস্টের নিচেও স্পেনের বড় ভরসা ডেভিড ডি গিয়া। তবে প্রথম ম্যাচে অন্তত নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এই স্প্যানিশ গোলকিপার। তাঁর শিশুতোষ ভুলেই পর্তুগালকে দ্বিতীয় গোল উপহার দিয়েছে স্পেন।
তবে এমন ভুলের পরেও ডি গিয়াকে আগলে রাখছেন তাঁর ক্লাব কোচ হোসে মরিনহো। ডি গিয়ার ভুলকে স্রেফ একটি ‘বাজে ভুল’ হিসেবেই দেখছেন পর্তুগীজ এই কোচ।
বিরতির এক মিনিট আগে বক্সের খানিকটা বাইরে থেকে রোনালদোর নেওয়া শট হাতে লাগিয়েও ছেড়ে দেন স্প্যানিশ গোল রক্ষক ডেভিড ডি গিয়া।
সামনের ম্যাচগুলোতে ডি গিয়া এরকম ভুলের ব্যাপারে আরও সতর্ক থাকবেন বলেই বিশ্বাস মরিনহোর, ‘আমার বলতে খারাপ লাগছে, তবে ও নিজেও জানে এটা একটা বাজে ভুল ছিল। ম্যানচেস্টার ইউনাইটেডে ও সাধারণত এরকম ভুল করে না। এমনি এমনি তো আর আমাদের মৌসুম সেরা খেলোয়াড় নির্বাচিত হয়নি ও।’
‘সেরাদের সেরারাও এরকম ভুল করে থাকে। ও সামলে নেবে।’
ডি গিয়া নিজেও অবশ্য শান্তই থাকছেন, ‘কোচ ও পুরো দল আমার পাশে আছে। আমি তাই বিচলিত হচ্ছি না। এটা একটা ভুল ছিল। ইরানের বিপক্ষে আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। এর আগে অনুশীলনে সবকিছু ঠিকঠাক করে নেব আমরা।’
আগামী ২০ জুন ইরানের মুখোমুখি হবে স্পেন। ওই ম্যাচে নিজেদের নির্ভরতার প্রতীককে সেরা ফর্মেই দেখতে চাইবেন স্প্যানিশ ভক্তরা।
Comments