মেসি না রোনালদো: পেনাল্টিতে সেরা কে?

রাশিয়া বিশ্বকাপ হতে পারে দুজনেরই শেষ বিশ্বকাপ। অথচ তার শুরুটা কী অদ্ভুত বৈপরীত্য নিয়েই না হলো লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর! আগের দিন যেখানে অনেকটা একা হাতে পর্তুগালকে রক্ষা করেছেন রোনালদো, সেখানে কি না মেসির পেনাল্টি মিসের কারণে পয়েন্ট খোয়াতে হলো আর্জেন্টিনাকে! কিন্তু মেসির এমন পেনাল্টি মিস নতুন কিছু নয়, যেমন নতুন নয় রোনালদোর পেনাল্টি থেকে গোল করার দক্ষতাও। পেনাল্টি নেয়ায় তাহলে কে এগিয়ে? মেসি? না রোনালদো? চলুন বিশ্লেষণ করে দেখা যাক।
Ronaldo
পেনাল্টি থেকে এবার বিশ্বকাপ প্রথম গোল করেন রোনালদো। ছবিঃ রয়টার্স

রাশিয়া বিশ্বকাপ হতে পারে দুজনেরই শেষ বিশ্বকাপ। অথচ তার শুরুটা কী অদ্ভুত বৈপরীত্য নিয়েই না হলো লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর! আগের দিন যেখানে অনেকটা একা হাতে পর্তুগালকে রক্ষা করেছেন রোনালদো, সেখানে কি না মেসির পেনাল্টি মিসের কারণে পয়েন্ট খোয়াতে হলো আর্জেন্টিনাকে! কিন্তু মেসির এমন পেনাল্টি মিস নতুন কিছু নয়, যেমন নতুন নয় রোনালদোর পেনাল্টি থেকে গোল করার দক্ষতাও। পেনাল্টি নেয়ায় তাহলে কে এগিয়ে? মেসি? না রোনালদো? চলুন বিশ্লেষণ করে দেখা যাক।

মেসির পেনাল্টি রেকর্ড:

বার্সেলোনা ও আর্জেন্টিনা দুই জায়গায়ই প্রথম পছন্দের পেনাল্টি টেকার হলেন মেসি। পেনাল্টি শটে তাঁর রেকর্ড বেশ ভালো। লা লিগায় নেয়া মোট পেনাল্টির ৮১% কেই গোলে রূপান্তরিত করতে পেরেছেন। তবে মেসি আর পেনাল্টি এই দুটো শব্দ একসাথে এলেই সকলের স্মৃতিতে চলে আসে ২০১৬ কোপা আমেরিকার ফাইনাল, যেখানে তাঁর পেনাল্টি মিসের পরে ৪-২ তে হেরেছিল আর্জেন্টিনা।

লা লিগায় এখনো পর্যন্ত মোট ৫৯ টি পেনাল্টি নিয়েছেন মেসি। তার মধ্যে গোল করেছেন ৪৮ টি ,আর বাকি ১১ টি মিস। সফলতার হার ৮১.৩৫%। চ্যাম্পিয়ন্স লীগে ১৪ টি পেনাল্টি নিয়ে গোল করেছেন ১১ টিতেই, সফলতার হার ৭৮.৫৪%। আর জাতীয় দলের জার্সি গায়ে ১৬ টি পেনাল্টি নিয়ে গোল করতে পেরেছেন ১২ টি, সফলতার হার ৭৫%। অর্থাৎ মোট ৮৮ টি পেনাল্টি নিয়ে তার মধ্যে ৭১ টিতেই গোল করতে পেরেছেন মেসি, সফলতার হার ৮০.৬৮%। এই রেকর্ডকে কোনভাবেই খারাপ বলার সুযোগ নেই।

এবারে রোনালদোর পেনাল্টি রেকর্ডের দিকে তাকানো যাক।

পেনাল্টি মিসের হতাশায় মেসি

রোনালদোর পেনাল্টি রেকর্ড:

মেসির মতো রোনালদোও ক্লাব ও জাতীয় দল জায়গায়ই প্রধান পেনাল্টি টেকার। এবং এই দায়িত্ব বেশ সফলভাবেই পালন করে আসছেন তিনি। প্রিমিয়ার লীগে থাকাকালীন অবস্থায় ১৩ টি পেনাল্টি নিয়ে ১১ টিতে গোল করেছেন, সফলতার হার ৮৪.৬১%। লা লিগায় এসে ৭১ টি পেনাল্টি নিয়ে ৬১ টিতে গোল করেছেন, সফলতার হার ৮৫.৯১। চ্যাম্পিয়ন্স লীগে ১৬ পেনাল্টি নিয়ে মাত্র দুইটি মিস করেছেন, সফলতার হার ৮৭.৫০%। তবে জাতীয় দলের হয়ে হারটা বেশ কম, ১১ পেনাল্টি নিয়ে গোল করেছেন ৭ টিতে, সফলতার হাত ৬৩.৬৩%।

সব মিলিয়ে এখনো পর্যন্ত মোট ১১১ টি পেনাল্টি নিয়েছেন রোনালদো, তার মধ্যে গোল করেছেন ৯৩ টিতেই। মোট সফলতার হার ৮৩.৭৮%। অর্থাৎ পেনাল্টিতে গোল করার ক্ষেত্রে মেসির চেয়ে বেশ এগিয়েই আছেন সিআর সেভেন। মেসির ক্যারিয়ারের মোট গোলের ১২.৯৭% এসেছে পেনাল্টি থেকে, আর রোনালদোর ক্যারিয়ারের মোট গোলের ১৫.৯২% এসেছে পেনাল্টি থেকে।

তবে বেশ কয়েকবার গুরুত্বপূর্ণ সময়ে পেনাল্টি মিস করে নিজের স্নায়ুচাপে ভোগারই যেন প্রমাণ দিয়েছেন মেসি। মস্কোতে আইসল্যান্ডের বিপক্ষে আরও একবার প্রমাণ হলো সেটি!

 

Comments