রোহিঙ্গা শিবির পরিদর্শনে আসতে পারেন জাতিসংঘ, বিশ্বব্যাংকের প্রধান

কক্সবাজারে স্থাপিত রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে আগামী ১ জুলাই দুদিনের রাষ্ট্রীয় সফরে আসতে পারেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং বিশ্বব্যাংক গ্রুপের প্রধান জিম ইয়ং কিম।
UN WB logo

কক্সবাজারে স্থাপিত রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে আগামী ১ জুলাই দুদিনের রাষ্ট্রীয় সফরে আসতে পারেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং বিশ্বব্যাংক গ্রুপের প্রধান জিম ইয়ং কিম।

শরণার্থী শিবির পরিদর্শন ছাড়াও তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করবেন বলে সরকারের ইকোনমিক রিলেশনস ডিভিশনের (ইআরডি)-র সূত্রে জানা গেছে।

বিশ্বব্যাংকের বাংলাদেশ, ভুটান এবং নেপালের আবাসিক পরিচালক কিমিয়াও ফ্যান বলেন, “বাংলাদেশে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের সফরের বিষয়টি বর্তমানে বিবেচনায় রয়েছে। এ বিষয়ে বিস্তারিত হাতে আসলে তা পরে জানানো হবে।”

সূত্র জানায়, রোহিঙ্গা সংকট মোকাবেলায় বিশ্বব্যাংক বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলারের মতো অনুদান দিতে পারে।

উল্লেখ্য, ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত সহিংসতা শুরু হলে নতুন করে সাত লাখ রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেয়। এই বিপুল সংখ্যক শরণার্থী কক্সবাজারে বিভিন্ন শিবিরে বসবাস করছে।

Comments