ভবিষ্যদ্বাণী: জার্মানি বনাম মেক্সিকো

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। ফিফা র্যাংকিংয়ের শীর্ষস্থানও ধরে রেখেছে লম্বা সময় ধরেই। দলও খেলছে দুর্দান্ত। কিন্তু হঠাৎ করেই গত এক মাসে বদলেছে অনেক কিছু। তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে ওজিল-গুন্ডুমানের দেখা করা নিয়ে দলে কিছুটা কোন্দল। শেষ দুই প্রস্তুতি ম্যাচে আশানুরূপ ফল হয়নি। অস্ট্রিয়ার বিপক্ষে তো হেরেই যায়।
সাম্প্রতিক সময়ে ছন্দে নেই মেক্সিকোও। প্রস্তুতি ম্যাচে জয় পায়নি কোন ম্যাচেই। কিন্তু মেক্সিকো বরাবরই জায়ান্ট কিলার। বিশ্বকাপের আসরে ভিন্ন ফুটবলই খেলে দলটি। তাই পাশা বদলে যেতে পারে যখন তখন।
ম্যাচের ফলাফল কি হবে তা জানা যাবে ম্যাচ শেষে, তবে তার আগেই ফলাফলের ভবিষ্যদ্বাণী নিয়ে হাজির আমরা। পাশাপাশি দুই দলের সম্ভাব্য একাদশ, কৌশলও তুলে ধরা হলো-
কখন ?
বাংলাদেশ সময় রাত ৯টা, রোববার, ১৭ জুন
কোথায় ?
লুঝনিকি স্টেডিয়াম, মস্কো
নজরে থাকবেন যারা?
দলে খুঁত বলতে গেলে নেই-ই। প্রতিটি বিভাগে দারুণ সব খেলোয়াড়তো রয়েছেই, তার সঙ্গে রয়েছে ভালো বিকল্পও। তারপরও ম্যানুয়েল নয়ার, থমাস মুলার, টিমো ভেরনারদের দিকে আলাদা নজর থাকছেই। বিশ্বকাপ এলেই ফর্মের তুঙ্গে চলে আসেন মুলার। নয়ার গত বিশ্বকাপ জয়ের মূলনায়ক। ভেরনার বর্তমান জার্মানি দলের প্রধান অস্ত্র। প্রথম বিশ্বকাপ খেলতে যাওয়া মার্কো রিউসও হতে পারেন তুরুপের তাস।
২৯ বছর বয়সী হ্যাভিয়ার হার্নান্দেজের দিকেই তাকিয়ে থাকবে মেক্সিকো। যদিও চলতি মৌসুমটা ভালো যায়নি। ওয়েস্ট হ্যামের হয়ে ৩৩ ম্যাচে মাত্র ৯ গোল। কিন্তু নিজের সেরা ফর্মে ফিরলে কোন কিছুই অসম্ভব নয়। এছাড়া মিগুয়েল লাউন, আন্দ্রেস গুয়ার্দাদো, হার্ভিং লোজানো, জিওভানি দস সান্তোসরা তাদের সেরাটা খেলতে পারলে নজর রাখতেই হবে টিম মেক্সিকোর উপর।
সম্ভাব্য একাদশ ও ম্যাচের কৌশল
জার্মানি : (৪-২-৩-১) ম্যানুয়েল নয়ার, জশুয়া কিমিচ, জেরোমে বোয়েটাং, ম্যাটস হামেলস, জোনাস হেক্টর, টনি ক্রুস, থমাস মুলার, মেসুত ওজিল, মার্কো রিউস, টিমো ভেরনার
মেক্সিকো : (৪-৩-৩) গুইলের্মো ওচোয়া, কার্লোস সেলসেডো, হুগো আয়ালা, হেক্টর মোরিনো, মিগুয়েল লাউন, জিওভানি দস সান্তোস, হেক্টর হেরেরা, আন্দ্রেস গুয়ার্দাদো, কার্লোস ভেয়া, হ্যাভিয়ার হার্নান্দেজ, হার্ভিং লোজানো।
ভবিষ্যদ্বাণী : জার্মানি ২-১ মেক্সিকো
Comments