পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
নোয়াখালী এবং কুমিল্লা জেলায় আজ (১৭ জুন) সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে।
তাদের মধ্যে তিনজন নোয়াখালীতে এবং একজন কুমিল্লায় দুর্ঘটনার শিকার হন।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, নোয়াখালীর সোনামুড়ি উপজেলায় লাকসাম-সোনামুড়ি সড়কে একটি বাস ও সিএনজি-চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন ঘটনাস্থলেই মারা যান এবং একজন আহত হন।
নিহতদের মধ্যে অটোরিকশা চালক রাকিব (২৫) রয়েছেন।
এদিকে, কুমিল্লার বাড়ুরা উপজেলায় গাড়ি রাস্তার পাশে খাদে পড়ে গেলে জুয়েল মোল্লা (৩৬) নামে সেই গাড়ির চালক মারা যান।
বাড়ুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদের বরাত দিয়ে আমাদের কুমিল্লা সংবাদদাতা জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Comments