ভবিষ্যদ্বাণী: ইংল্যান্ড বনাম তিউনিসিয়া
চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ফ্রান্স ছাড়া কোন জায়ান্ট দলই জিততে পারেনি। গতবারের চ্যাম্পিয়ন জার্মানি তো হেরেই গেছে। তাই রাশিয়া বিশ্বকাপের হিসেব নিকেশ যেন পাল্টে গিয়েছে। তাই ইউরোপের অন্যতম শক্তিধর ইংল্যান্ড কি জিততে পারবে? প্রশ্নটা থেকেই যায়।
প্রতিপক্ষ তিউনিসিয়া। আফ্রিকান এ দেশটি বিশ্বকাপ রেকর্ড ততটা সমৃদ্ধ নয়। তাই কিছুটা হলেও বাড়তি সুবিধা পাবে ইংলিশরা। কিন্তু আগের ম্যাচের ফলাফলে যদি কিন্তু থেকেই যাচ্ছে। তবে তারকাখচিত ইংলিশ দলের খেলোয়াড়রা জ্বলে উঠলে বড় ব্যবধান সময়ের ব্যাপারই মাত্র।
ম্যাচের ফলাফল কি হবে তা জানা যাবে ম্যাচ শেষে, তবে তার আগেই ফলাফলের ভবিষ্যদ্বাণী নিয়ে হাজির আমরা। পাশাপাশি দুই দলের সম্ভাব্য একাদশ, কৌশলও তুলে ধরা হলো-
কখন ?
বাংলাদেশ সময় রাত ১২টা, সোমবার, ১৮ জুন
কোথায় ?
ভলগোগ্রাদ অ্যারেনা, ভলগোগ্রাদ
নজরে থাকবেন যারা?
হ্যারি কেইন। টটেনহ্যাম হটস্পার্সের এ তারকা যদিও বড় টুর্নামেন্টে নিজেকে প্রমাণ করতে পারেননি। ইউরো ২০১৬ তে ছিলেন সুপার ফ্লপ। তবে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন। তাতেই স্বপ্নের পরিধিটা লম্বা হচ্ছে ইংলিশদের। এছাড়া ডেলে আলীর মতো তরুণ তুর্কিরাও জ্বলে উঠতে পারেন।
সান্ডারল্যান্ড থেকে ফ্রান্সের রেনেসে ধারে খেলা ওয়াহাবি খাজরিই তিউনিসিয়ার নিউক্লিয়াস। তার সঙ্গে নাইম স্লিতির জুটিটা জ্বলে উঠতে ভালো কিছু প্রত্যাশা করতেই পারে তারা।
সম্ভাব্য একাদশ ও ম্যাচের কৌশল
ইংল্যান্ড : (৪-৪-২) জর্ডান পিকফোর্ড, কাইল ওয়াকার, জন স্টোনস, হ্যারি ম্যাগুইর, কেইরান ট্রিপিয়ার, জর্ডান হেন্ডারসন, এশলে ইয়ং, জেস লিংগার্ড, ডেলে আলী, রহীম স্টারলিং, হ্যারি কেইন।
তিউনিসিয়া : (৪-২-৩-১) মৌয়েজ হাসান, ডিলান ব্রোন, স্যাম বেন ইউসুফ, ইয়াসিন মেরিয়াহ, আলী মালৌল, ফেরাজনি সাসি, ইলিয়াস স্খিরি, আনিস বার্ডি, সাইফ-এডিন খাউই, নাইম স্লিতি, ওয়াহবি খাজরি।
ভবিষ্যদ্বাণী : ইংল্যান্ড ১-০ তিউনিসিয়া
Comments