খেলা

ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দলে রাহি, নেই মোস্তাফিজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট ম্যাচ সিরিজের দলে ডাক পেয়েছেন পেসার আবু জায়েদ রাহি ও টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। ইনজুরির কারণে দলে নেই মোস্তাফিজুর রহমান। বাদ পড়েছেন সাব্বির রহমান।
Abu Jayed Rahi
আবু জায়েদ রাহি। ফাইল ছবি: ফিরোজ আহমেদ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট ম্যাচ সিরিজের দলে ডাক পেয়েছেন পেসার আবু জায়েদ রাহি ও টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। ইনজুরির কারণে দলে নেই মোস্তাফিজুর রহমান। বাদ পড়েছেন সাব্বির রহমান।

সোমবার বিসিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে ক্যারিবিয়ান সফরের টেস্ট দল ঘোষণা করে। বা পায়ের বুড়ো আঙুলের চোটে মোস্তাফিজের থাকা নিয়ে আগে থেকেই শঙ্কা ছিল। শেষ পর্যন্ত অপেক্ষা করে তাকে ছাড়াই দল চূড়ান্ত করতে হয়েছে নির্বাচকদের। তবে তাকে স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছে। 

তার জায়গায় এই প্রথম টেস্ট দলে ডাক পেলেন আবু জায়েদ। নিউজিল্যান্ডের বিপক্ষে এক টেস্ট খেলা নাজমুল হাসান শান্তও সরাসরি ডাক পেলেন এই প্রথম। নিউজিল্যান্ড সফরে টেস্ট খেলা উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ফিরেছেন অনেকদিন পর। শ্রীলঙ্কা সিরিজে পারফর্ম করতে না পারায় ডাক মিলেনি সাব্বির রহমানের। ওই সিরিজে ব্যর্থতার পরও অবশ্য টিকে গেছেন ইমরুল কায়েস। দলে জায়গা মিলেনি মোসাদ্দেক হোসেন সৈকতের। 

ওয়েস্ট ইন্ডিজ সফরে  ৪ জুলাই অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। পরের টেস্ট শুরু হবে ১২ জুলাই জ্যামাইকায়।  

বাংলাদেশ টেস্ট দল:  সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, আবু জায়েদ চৌধুরী রাহি, নাজমুল হোসেন শান্ত ও শফিউল ইসলাম। স্ট্যান্ডবাই: ইয়াসিন আরাফাত, আবু হায়দার, নাঈম হাসান, মোসাদ্দেক হোসেন, মুস্তাফিজুর রহমান।

Comments

The Daily Star  | English

US vetoes Security Council demand for Gaza ceasefire

13 Security Council members voted in favor of a brief draft resolution, put forward by the UAE, while Britain abstained

4h ago