ভবিষ্যদ্বাণী : রাশিয়া বনাম মিশর

নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত খেলেছে রাশিয়া। সৌদি আরবকে উড়িয়ে দিয়েছে দলটি। তাই স্বাভাবিকভাবেই তাদের আত্মবিশ্বাস অনেক উঁচুতে। তেমনি তাদের কাছে ভক্ত-সমর্থকদের প্রত্যাশার পারদ এখন অনেক উঁচুতে। ঘরের মাঠে তাই কিছুটা হলেও চাপ কাজ করবে এ ম্যাচে।

নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত খেলেছে রাশিয়া। সৌদি আরবকে উড়িয়ে দিয়েছে দলটি। তাই স্বাভাবিকভাবেই তাদের আত্মবিশ্বাস অনেক উঁচুতে। তেমনি তাদের কাছে ভক্ত-সমর্থকদের প্রত্যাশার পারদ এখন অনেক উঁচুতে। ঘরের মাঠে তাই কিছুটা হলেও চাপ কাজ করবে এ ম্যাচে।

দ্বিতীয় রাউন্ডের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে জয়ের কোন বিকল্প নেই মিশরের। তার উপর দলের সেরা তারকা মোহাম্মদ সালাহকে নিয়ে শঙ্কা এখনও কাটেনি। তবে এ ম্যাচে দেখা যেতে পারে তাকে। নিজের স্বাভাবিক ছন্দে খেলতে পারলে কাঙ্ক্ষিত জয়টা পেতেও পারে মিশর।

ম্যাচের ফলাফল কি হবে তা জানা যাবে ম্যাচ শেষে, তবে তার আগেই ফলাফলের ভবিষ্যদ্বাণী নিয়ে হাজির আমরা। পাশাপাশি দুই দলের সম্ভাব্য একাদশ, কৌশলও তুলে ধরা হলো-

কখন ?

বাংলাদেশ সময় রাত ১২টা, মঙ্গলবার, ১৯ জুন

কোথায় ?

সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়াম, সেন্ট পিটার্সবার্গ

নজরে থাকবেন যারা?

হালের সেরা অন্যতম সেরা তারকা মোহাম্মদ সালাহ। তার সম্পর্কে পরিচয় করিয়ে দেওয়ার মতো নতুন কিছু নেই। চলতি মৌসুমে লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলার পেছনে মুখ্য ভূমিকা পালন করেছেন। রেকর্ড গড়ে হয়েছেন ইংলিশ লিগের সর্বোচ্চ গোলদাতা। তার দিকেই তাকিয়ে থাকবে গোটা মিশর।

রাশিয়া দলের নিউক্লিয়াস আলেকজান্ডার গোলোভিন। আর কেন তা তিনি আগের ম্যাচেই প্রমাণ করেছেন। নিজে গোল করেছেন পাশাপাশি করিয়েছেন। এ ম্যাচেও তার দিকে তাকিয়ে থাকবে রুশরা। তবে আগের ম্যাচের মতো ডেনিস চেরিশিভ, ইউরি গাজিন্সস্কিরাও হতে পারেন বড় প্রভাবক।

সম্ভাব্য একাদশ ও ম্যাচের কৌশল

রাশিয়া : (৪-২-৩-১) ইগোর আকিনফিভ, ইউরি জিরকভ, ইলা কুতেপোভ, সের্গেই ইগনাশিভিচ, মারিও ফের্নান্দেস, ইউরি গাজিন্সস্কি, রোমান জোবনিন, আলেকজান্ডার গোলোভিন, আলেকজান্ডার সামিডোভ, ডেনিস চেরিশিভ, ফেদরে সমোলোভ।

মিশর : (৪-২-৩-১) মোহামেদ এল শেনাউই, আহমেদ ফাতহি, মাহমুদ হামদি, আহমেদ হেগাজি, আলি গাবর, মোহাম্মদ আবদেল-শাফি, তারেক হামেদ, মোহাম্মদ এলনেনি, আব্দাল্লাহ সাঈদ, রামাদান সোবহি, আমর ওয়ারাদা ও মোহাম্মদ সালাহ।

ভবিষ্যদ্বাণী : শক্তির দিক থেকে প্রায় কাছাকাছি হলেও ঘরের মাঠে খেলায় বাড়তি সুবিধা পাবে রাশিয়া। তার উপর আগের ম্যাচে উড়ন্ত জয় পেয়ে দলও আত্মবিশ্বাসী। তবে সালাহ নিজের সেরা ছন্দে থাকলে মিশরও ছেড়ে কথা বলবে না। তবে জয়ের পাল্লাটা স্বাগতিকদের দিকেই ভারি।

সম্ভাব্য স্কোর : রাশিয়া ২-১ মিশর  

Comments

The Daily Star  | English

A paradigm shift is needed for a new Bangladesh

Paradigm shifts on a large scale involve the transformation of society.

3h ago