ইরান ম্যাচের জন্য ফিট স্প্যানিশ ডিফেন্ডার কার্ভাহাল
চ্যাম্পিয়ন্স লীগ ফাইনালে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়ায় পর্তুগালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করেছিলেন দানি কার্ভাহাল। নিজেদের অন্যতম সেরা ডিফেন্ডারকে ছাড়া পর্তুগালের কাছে খাবি খেয়েছে স্পেনও। তবে স্পেন দলের জন্য সুসংবাদ, ইরান ম্যাচের আগে ফিট হয়ে উঠেছেন কার্ভাহাল।
স্প্যানিশ কোচ ফার্নান্দো হিয়েরো নিশ্চিত করেছেন, ইরান ম্যাচের জন্য পাওয়া যাবে ফুল ফিট কার্ভাহালকে। এর আগে শোনা গিয়েছিল গ্রুপের শেষ ম্যাচের আগে ফিট হওয়ার সম্ভাবনা নেই রিয়াল ডিফেন্ডারের। তবে চোট থেকে দ্রুত সেরে ওঠায় এক ম্যাচ আগেই কার্ভাহালকে পেয়ে যাচ্ছে স্পেন। গত সপ্তাহে দলের সাথে অনুশীলনও করেছেন এই ফুলব্যাক।
কাজানে ইরানের মুখোমুখি হওয়ার আগে সাংবাদিকদের উদ্দেশ্যে স্পেন কোচ হিয়েরো বলেছেন, ‘দানি বেশ ভালোভাবেই সেরে উঠছে। প্রায় এক সপ্তাহ ধরে বাকি দলের সাথে অনুশীলন করছে সে। চিকিৎসক, ফিজিও ও মেডিকেল স্টাফদের সাথে কাজ করছে সে। ইরান ম্যাচের জন্য ওকে পাওয়া যাবে।’
আগের ম্যাচে ভীষণ দৃষ্টিকটু ভুলে পর্তুগালকে গোল উপহার দিয়েছিলেন গোলকিপার ডেভিড ডি গিয়া। তবে অমন ভুলের পরও ডি গিয়ার উপর আস্থা হারাচ্ছেন না হিয়েরো, জানিয়ে দিয়েছেন, ডি গিয়াই থাকবেন শুরুর একাদশে, ‘ডি গিয়া খেলবে। আমরা ওকে সম্পূর্ণ বিশ্বাস করি। কয়েক বছর ধরেই বিশ্বের সেরা তিন গোলকিপারের একজন সে। ওকে আমরা বিশ্বাস করি, ও শুরু থেকেই খেলবে।’
বাংলাদেশ সময় আজ রাত ১২ টায় নিজেদের প্রথম জয়ের উদ্দেশ্যে এশিয়ার দল ইরানের মুখোমুখি হবে ২০১০ আসরের চ্যাম্পিয়ন স্পেন।
Comments