ভবিষ্যদ্বাণী : পর্তুগাল বনাম মরক্কো
নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত খেলেছে পর্তুগাল। স্পেনের মতো শক্তিধর দলকে রুখে দিয়েছে তারা। ম্যাচের বেশ লম্বা সময় পর্যন্ত এগিয়ে ছিল তারাই। দলটি অতিরিক্ত রোনালদো নির্ভর। তবে রোনালদোও আছেন সেরা ফর্মে। তাই ভালো কিছু প্রত্যাশা করতেই পারে দলটি।
আগের ম্যাচে স্রেফ দুর্ভাগ্যের জন্যই হেরেছে মরক্কো। ইরানের বিপক্ষে পুরো ম্যাচে এক চাটিয়া খেলে শেষ মুহূর্তে নিজেদের জালে আত্মঘাতী গোল দিয়ে হারে দলটি। নিজেদের ভুল থেকে নিশ্চই শিক্ষা নিয়েছে তারা। তাই পর্তুগালের বিপক্ষে ভিন্ন মরক্কোকে দেখা যেতে পারে।
ম্যাচের ফলাফল কি হবে তা জানা যাবে ম্যাচ শেষে, তবে তার আগেই ফলাফলের ভবিষ্যদ্বাণী নিয়ে হাজির আমরা। পাশাপাশি দুই দলের সম্ভাব্য একাদশ, কৌশলও তুলে ধরা হলো-
কখন ?
বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা, বুধবার, ২০ জুন
কোথায় ?
লুঝনিকি স্টেডিয়াম, মস্কো
নজরে থাকবেন যারা
নিঃসন্দেহে পর্তুগালের রোনালদো ম্যাচের সবচেয়ে বড় তারকা। পাঁচ বারের ব্যালন ডি’অর বিজয়ী। আগের ম্যাচে একাই আটকে দিয়েছেন স্পেনকে। করেছেন চলতি বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক। দলে আছে বার্নার্দো সিলভার মতো প্রতিভাবান মিডফিল্ডারও। ম্যানসিটির ঐতিহাসিক লিগ শিরোপা জয়ে দারুণ অবদান ছিল তার।
নেদারল্যান্ডে জন্ম নেওয়া মরোক্কান বংশোদ্ভূত হাকিম জিয়েখ দলের মূল নায়ক। আগের ম্যাচেও দারুণ খেলেছিলেন। তবে দলকে কাঙ্ক্ষিত জয় এনে দিতে পারেননি। মাঝমাঠে তার সঙ্গে করিম আল আহমেদি জ্বলে উঠলে ভালো কিছু প্রত্যাশা করতেই পারে দলটি। জুভেন্টাসের ডিফেন্ডার মেধি বেনাতিয়া রক্ষণে মূল ভরসা।
সম্ভাব্য একাদশ ও ম্যাচের কৌশল
পর্তুগাল : (৪-৪-২) রুই প্যাট্রিসিয়া, ব্রুনো আলভেজ, কেড্রিক সোয়ারেস, পেপে, রাফায়েল গুয়েরেইরো, হোয়াও মুতিনহো, ম্যানুয়েল ফার্নান্দেস, উইলিয়াম ক্যারাভালো, বার্নার্ডো সিলভা, ক্রিস্টিয়ানো রোনালদো ও গনসালো গুয়েডেস।
মরক্কো : (৪-২-৩-১) মুনির এল কাজাউই, আশরাফ হাকিমি, ঘানেম সাইস, মেধি বেনাতিয়া, হামজা মেনডিল, করিম এল আহমেদি, হাকিম জিয়াখ, মোবারক বৌসউফা, ইউনুস বেলহান্ডা, নোউরুদ্দিন আমরাবাদ, খালিদ বৌতাইব।
ভবিষ্যদ্বাণী : আগের ম্যাচে দারুণ খেলেছে পর্তুগাল। তাই বাজিটা তাদের পক্ষেই যাওয়ার কথা। কিন্তু সে ম্যাচে রোনালদোকে নিজের মতো খেলতে দিয়েছে স্প্যানিশরা। মরক্কো সে ভুল করবে না। আর রোনালদোকে আটকাতে পারলে পুরো পর্তুগালকে আটকানো সম্ভব তা ভালো করেই জানে মরোক্কানরা। তারপরও নামের কারণেই এগিয়ে থাকবে পর্তুগাল। তবে ইরানের বিপক্ষে যে গতিময় ফুটবল খেলেছিল মরক্কো তার ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ভালো কিছুই করতে পারে আফ্রিকার দলটি।
সম্ভাব্য স্কোর : পর্তুগাল ১-১ মরক্কো
Comments