ভবিষ্যদ্বাণী : স্পেন বনাম ইরান

ভবিষ্যদ্বাণী স্পেন বনাম ইরান

বর্তমান বিশ্বের অন্যতম শক্তিধর দল স্পেন। তারপরও আগের ম্যাচে পর্তুগালের বিপক্ষে নিজেদের সেরাটা খেলতে পারেনি তারা। তাতে তাদের আত্মবিশ্বাসে কিছুটা হলেও চিড় ধরার কথা। কিন্তু প্রতিপক্ষ যে ইরান। যারা বিশ্বকাপে এখন পর্যন্ত কখনোই ইউরোপিয়ান প্রতিপক্ষের বিপক্ষে জিততে পারেনি। তাই ম্যাচে পরিষ্কার ভাবে এগিয়ে থেকেই মাঠে নামবে স্প্যানিশরা।

ম্যাচের ফলাফল কি হবে তা জানা যাবে ম্যাচ শেষে, তবে তার আগেই ফলাফলের ভবিষ্যদ্বাণী নিয়ে হাজির আমরা। পাশাপাশি দুই দলের সম্ভাব্য একাদশ, কৌশলও তুলে ধরা হলো-

কখন ?

বাংলাদেশ সময় রাত ১২টা, বুধবার, ২০ জুন

কোথায় ?

কাজান অ্যারেনা, কাজান

নজরে থাকবেন যারা

আগের ম্যাচে জোড়া গোল দিয়ে দিয়াগো কস্তাই কেড়ে নিয়েছেন আলো। তবে স্পেনের প্রাণ ভোমরা সেই আন্দ্রেস ইনিয়েস্তাই। এবারও দলের সবচেয়ে বড় তারকা। ২০১০ বিশ্বকাপের ফাইনালে তার গোলেই জয় পেয়েছিলো দলটি। এছাড়া দাভিদ সিলভা, ইস্কোও আছেন নজরে।

স্প্যানিশ আক্রমণভাগ সামলানোর মূল দায়িত্ব থাকবে ইরানের ডিফেন্ডার মোহাম্মাদ রেজা খানজাদেহর উপর। আর গোলরক্ষক আলিরেজা বিরানভান্দও থাকছেন নজরে। এ দুই খেলোয়াড়ই আগের ম্যাচে মরক্কোর আক্রমণ সামলেছেন প্রাচীর হয়ে।

সম্ভাব্য একাদশ ও ম্যাচের কৌশল

স্পেন : (৪-২-৩-১) দাভিদ দি গিয়া, সার্জিও রামোস, দানি কারবাহাল, জেরার্দ পিকে, জর্দি আলবা, আন্দ্রেস ইনিয়েস্তা, সার্জিও বুসকেতস, কোকে, ইস্কো, দাভিদ সিলভা,  দিয়েগো কস্তা।

ইরান : (৪-১-৪-১) আলিরেজা বিরানভান্দ, রামিন রেজাইয়ান, মোর্তেজা পুরালিগাঞ্জি, মোহাম্মাদ রেজা খানজাদেহ, এহসান হাজি সাফি, ওমিদ ইব্রাহিমি, আলিরেজা জাহানবকশ, মাসুদ শোজাই, ভাহিদ আমিরি, করিম আনসাফিরাদ, সারদার আজমাউন।

ভবিষ্যদ্বাণী : একদিকে আত্মবিশ্বাসী ইরান, অন্যদিকে ধাক্কা খাওয়া স্পেন। নিজেদের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে এশিয়ার দলটি। ধারার বিপরীতে নিজেদের জালে নিজেরাই বল জড়িয়ে তাদের জয় উপহার দেয় মরক্কো। আর নিজেদের প্রথম ম্যাচে স্পেনকে রুখে দিয়েছে পর্তুগাল। কিন্তু লড়াইটা যখন দুই দলের মধ্যে, তখন শেষ ম্যাচের ফলাফলের চেয়ে শক্তির পার্থক্যটাই মুখ্য। আর তাতে স্পষ্টতই এগিয়ে আছে স্প্যানিশরা। মরক্কোর মতো নিজেরা দুর্ভাগ্য ডেকে না আনলে বড় জয়ই প্রাপ্য স্পেনের।

সম্ভাব্য স্কোর : স্পেন ৩-০ ইরান।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago