দেরি সইছে না শাহরুখের!

বলিউড বাদশাহ যেন একটু ‘অস্থির’ হয়ে পড়ছেন তার বহুল প্রত্যাশিত ‘জিরো’ চলচ্চিত্রটিকে নিয়ে। তাই বিভিন্ন সময় তিনি ভক্তদের জানান দেন এর কাজের অগ্রগতির বিষয়ে। সবে তিনি ছবিটির শুটিং শেষ করেছেন। কিন্তু, এরপরও যেন আরও কতো কাজ বাকি রয়ে গেছে!

বলিউড বাদশাহ যেন একটু ‘অস্থির’ হয়ে পড়ছেন তার বহুল প্রত্যাশিত ‘জিরো’ চলচ্চিত্রটিকে নিয়ে। তাই বিভিন্ন সময় তিনি ভক্তদের জানান দেন এর কাজের অগ্রগতির বিষয়ে। সবে তিনি ছবিটির শুটিং শেষ করেছেন। কিন্তু, এরপরও যেন আরও কতো কাজ বাকি রয়ে গেছে!

গতকাল (২০ জুন) এক টুইটার বার্তায় নির্মিতব্য রোমান্টিক ড্রামা ‘জিরো’ নিয়ে শাহরুখ খান নিজের ‘অস্থিরতা’ প্রকাশ করেন। এর সঙ্গে জুড়ে দেন সেলফি যা তার অস্থিরতার মাত্রাকেই যেন প্রকাশ করে।

বার্তায় শাহরুখ বলেন, “ছবিটির কাজ যেন শেষই হচ্ছে না।… কিন্তু, ছবিটিকে নিয়ে এখনো আরও কতো সুন্দর সুন্দর কাজ বাকি রয়ে গেছে।”

‘জিরো’-র কষ্টকর শুটিংয়ের কাজ শেষ হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদও দেন এই বলিউড ‘দেওয়ানা’।

পরিচালক আনন্দ এল রাইয়ের এই নতুন ছবিটিতে শাহরুখ অভিনয় করছেন একজন বেঁটে মানুষের চরিত্রে। সেখানে তিনি একজন ব্যাপক জনপ্রিয় নায়িকার প্রেমে পড়েন। আর সেই নায়িকার চরিত্রে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ। ছবিটিতে অপর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন আনুশকা শর্মা।

উল্লেখ্য, ‘জিরো’ আগামী ২১ ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।



Comments