ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ ২ ‘মাদক বিক্রেতা’ নিহত
ময়মনসিংহের ত্রিশাল ও তারাকান্দা উপজেলায় পুলিশের সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ দুজন সন্দেহভাজন মাদক বিক্রেতা নিহত হয়েছেন।
আজ (২২ জুন) ভোরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ত্রিশাল উপজেলার আব্দুল কুদ্দুসের ছেলে স্বপন মিয়া (৩২) এবং তারাকান্দা উপজেলার শাহেদ আলীর ছেলে আলী হোসেন (৩৮)।
ময়মনসিংহ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এস এ নেওয়াজ জানান, ত্রিশাল উপজেলায় অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কাছে ভোর চারটার দিকে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আট মামলার পলাতক আসামি স্বপন মিয়া নিহত হন।
এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ২০০ পিস ইয়াবা বড়ি, ১০০ গ্রাম হেরোইন এবং তিনটি গুলির খোসা উদ্ধার করে।
তিনি আরও জানান, তারাকান্দা-ফুলপুর মহাসড়কে একটি অটো-রাইস মিলের কাছে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক বিক্রেতারা ভোর রাত পৌনে ৩টার দিকে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোঁড়ে।
পরে, পুলিশ সেখান থেকে ২৫ মামলার পলাতক আসামি আলী হোসেনের মৃতদেহ এবং ২০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করে।
উল্লেখ্য, গত ১৫ মে শুরু হওয়া মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অন্তত ১১৬ জন নিহত হয়েছেন। এছাড়াও, ‘মাদক সংক্রান্ত বিরোধে’ ৩৭ জন কথিত মাদক বিক্রেতার মরদেহ উদ্ধার করা হয়েছে।
Comments