দলের বাকিদের কারণে ঢাকা পড়ে গেছে মেসির প্রতিভা: সাম্পাওলি

এবারের বিশ্বকাপ যেন এক অদ্ভুত বিপরীত অবস্থানে দাঁড় করিয়ে দিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসিকে। রোনালদো যেখানে মাঝারি মানের একটি দলকে একা হাতেই টানছেন, মেসি সেখানে চরমভাবে ব্যর্থ। নিজেও প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারছেন না, দলকেও উজ্জীবিত করতে পারছেন না। তবে এর পেছনে মেসির দায় দেখছেন না আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলি। তাঁর বক্তব্য, দলের বাকিদের ব্যর্থতার কারণেই অনুজ্জ্বল লাগছে মেসিকে।

ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাম্পাওলি বলেছেন, মেসির সাথে রোনালদোর তুলনা দেয়া উচিত হবে না, কারণ এই আর্জেন্টিনা দলে গুণগত মানের অভাব আছে। মেসির স্কোয়াডই মেসির সামর্থ্যে বেড়ি পরিয়ে দিয়েছে এই বিশ্বকাপে, এমনটাও বলেছেন তিনি। অপরদিকে পর্তুগাল রোনালদোর সেরাটা বের করে আনতে পেরেছে বলেই রোনালদো তাঁর দলকে টানতে পারছেন, এমনও অভিমত তাঁর।

মূলত দুই দলের গুণগত পার্থক্যের কারণেই সময়ের দুই মহাতারকার মধ্যে তুলনা করাটা ঠিক হবে না বলে মনে করছেন সাবেক সেভিয়া ও চিলি কোচ সাম্পাওলি, ‘রোনালদো একজন অসাধারণ খেলোয়াড়। তাঁর ক্যারিয়ার ও অর্জন দেখলেই সেটা যে কারোর বুঝতে পারার কথা। কিন্তু ঠিক এই মুহূর্তে দুজনের মধ্যে তুলনা দেয়াটা ঠিক হবে না। বাস্তবতা হলো, আর্জেন্টিনা দলের যে দলগত সক্ষমতা, সেটিই মেসির প্রতিভাকে ঢেকে দিয়েছে।’

‘মেসি শৃঙ্খলে আটকে গেছে, কারণ দলের বাকিরা তাঁর সাথে ঠিকভাবে সমন্বয় করে খেলতে পারেনি, অথচ এটা করা তাঁদের উচিত ছিল। কোচ হিসেবে এটা আমারই ঠিকঠাক করতে হবে। আমি সবসময়ই প্রতিটি পজিশনের জন্য সেরা বিকল্প খুঁজেছি। এই দলে লিওকে অতিরিক্ত বোঝা বহন করতে হয়। পুরো দল ও লিওর মধ্যে যেই সংযোগ স্থাপনের দরকার ছিল, সেটিই আমরা করতে পারিনি।’

আর্জেন্টিনা যে আগেই হাল ছেড়ে দিয়েছিল, সেটাও যেন পরিষ্কার কোচের বক্তব্যে, ‘আমি ভেবেছিলাম আমরা ক্রোয়েশিয়ার উপর অনেক চাপ প্রয়োগ করতে পারব। ওদের অর্ধে ওদের প্রেসিং করতে পারব। কিন্তু তারা প্রথম গোলটা করার পরেই আমরা খেই হারিয়ে ফেলেছি। মানসিকভাবে ভেঙ্গে পড়েছিলাম আমরা। পরিস্থিতি বদলানোর মতো কিছুই করতে পারিনি আমরা। মোমেন্টাম না পেলে সামনে এগোনো খুব কঠিন।’  

ক্রোয়েশিয়ার কাছে হারের পর আর্জেন্টিনার বিশ্বকাপ ভাগ্য এখন সুতার উপর ঝুলছে। তবুও এখনও দলের উপর থেকে আস্থা হারাচ্ছেন না সাম্পাওলি, ‘আমি আমার স্কোয়াডকে সম্মান করি। সন্দেহ নেই তারা সবাই অসাধারণ খেলোয়াড়। কিন্তু আমরা একটি দল হিসেবে খেলতে পারিনি। আমাদের শেষ ম্যাচের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে, সুযোগ কাজে লাগাতে হবে। আশা করছি আমরা পরের পর্বে যেতে পারব।’  

Comments

The Daily Star  | English

Bangladesh Bank signals market-based exchange rate regime

The central bank will allow the exchange rate of the dollar to be determined by market forces

41m ago