‘রোনালদোর মতো ভালো নেতা নয় মেসি’

এই বিশ্বকাপে মেসি-রোনালদোর প্রসঙ্গ উঠলেই অবধারিতভাবে উঠে আসছে আরেকটি বিষয়, নেতৃত্বগুণ। এবার সেই আলোচনায় যোগ দিলেন সাবেক ফ্রেঞ্চ খেলোয়াড় ইমানুয়েল পেটিটও। বলছেন, রোনালদোর মতো নেতৃত্বগুণ নেই মেসির। আর ঠিক এখানে এসেই পর্তুগিজ সুপারস্টারের চেয়ে পিছিয়ে পড়ছেন আর্জেন্টাইন তারকা।

মেসির ক্লাব বার্সেলোনারই সাবেক খেলোয়াড় পেটিট বলছেন, রোনালদো যেরকম নেতৃত্বগুণের অধিকারী, মেসি সেরকমটা নন। নিজে খেলার পাশাপাশি অধিনায়ক হিসেবে দলকে উজ্জীবিত করাও তাঁর দায়িত্ব বলে মনে করেন পেটিট, ‘মেসির মধ্যে নেতৃত্বগুণ নেই। রোনালদোর তুলনায়  এই ব্যাপারে ও অনেক পিছিয়ে। মেসি সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় হতে পারে, কিন্তু মাঠে ওকে অধিনায়কের মতো মানসিকতাও দেখাতে হবে।’  

বিশ্বকাপে আর্জেন্টিনার এমন দুর্দশার জন্য কিছুটা দায় মেসির নিজের কাঁধেও নিতে হবে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী দলের সদস্য পেটিট, ‘ও এভাবে নিষ্ক্রিয় থাকতে পারে না। ওকে জেগে উঠতেই হবে। বার্সেলোনার হয়ে যখন সুসময় চলে তখন সে ভয়ংকর একজন ফুটবলার। কিন্তু যখন সময় পক্ষে থাকে না, তখন কেন জানি না ও নিজের সেরাটা দিতে পারে না। এটা আমরা চ্যাম্পিয়ন্স লীগেও দেখেছি। সময় ভালো না গেলে ওকে মাঠে খুঁজেই পাওয়া যায় না।’  

এখানেই শেষ করেননি, বিশ্বকাপে মেসির অ্যাপ্রোচ নিয়েও রীতিমত প্রশ্ন তুলেছেন পেটিট, ‘ও নিজের সেরাটা দেয়ার ধারেকাছেও নেই। ও মাঠে দৌড়াচ্ছে না, কেবল হাঁটছে। বল পায়ে নেয়ার ব্যাপারে ওর কোন আগ্রহই দেখা যাচ্ছে না।’

এই আর্জেন্টিনা দলে সাম্পাওলির সেট আপের অনেক খুঁত আছে বলেও মনে করছেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। বাছাইপর্বের শেষ ম্যাচে মেসির হ্যাটট্রিকে সেই খুঁত ঢাকা পড়ে গেলেও এখন আস্তে আস্তে সেগুলো সামনে আসছে। তবে পেটিট বলছেন, ‘গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়াটা এক দিক থেকে আর্জেন্টিনার জন্য শাপে বর হতে পারে। আর্জেন্টিনার জন্য যে ‘ওয়েক আপ কল’ দরকার, সেটি এই বিশ্বকাপের করুণ পারফরম্যান্সের মাধ্যমেই তারা পেতে পারে বলে বিশ্বাস পেটিটের, ‘পুরো দলের শরীরী ভাষা খুবই বাজে ছিল। ওদের কারোর মধ্যে কোন আত্মবিশ্বাস ছিল না, একে অপরের প্রতি বিশ্বাসই রাখতে পারছিল না তারা। তাদের যে শরীরী ভাষা, এতে করে আমি তাদের পরের পর্বে ওঠা নিয়ে আশাবাদী হতে পারছি না।’

এরপর আরও কড়া ভাষায় মেসিদের সমালোচনা করেছেন পেটিট, বলেছেন, মেসিরা পরের পর্বে গেলে সেটি হবে লজ্জাজনক, ‘ওদের পরের পর্বে যেতে দেখাটা হবে ভীষণ লজ্জাজনক। কারণ দুটো ম্যাচেই তাদেরকে বীভৎস লেগেছে। ওদের মধ্যে ভালো করার কোন তাগিদই ছিল না।’

এরপর সাম্পাওলির ভুল সিদ্ধান্তের সমালোচনাও করেছেন, ‘ম্যানেজার সাম্পাওলি টুর্নামেন্টের শুরু থেকেই প্রচুর ভুল সিদ্ধান্ত নিয়েছে। একাদশ বাছাই, বদলি খেলোয়াড় নামানো- প্রত্যেকটা ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়েছে সে।’

আগের আর্জেন্টিনা দলগুলোর সাথে এই আর্জেন্টিনাকে যেন মেলাতেই পারছেন না পেটিট, ‘অতীতে গ্রেট খেলোয়াড়দের সমন্বয়ে গড়া প্রচুর ভালো মানের আর্জেন্টিনা দল দেখেছি। কিন্তু এই দল তাদের ধারেকাছেও নেই। এই দলটা স্রেফ জঘন্য।’

নাইজেরিয়ার বিপক্ষে শেষ ম্যাচ জিতে এমন কঠিন সমালোচনার জবাব দিতে পারবেন মেসিরা?  

Comments

The Daily Star  | English
bad loans rise in Bangladesh 2025

Bad loans hit record Tk 420,335 crore

It rose 131% year-on-year as of March of 2025

3h ago