সার্বিয়া ম্যাচের আগে বড় দুঃসংবাদ শুনলো ব্রাজিল

কোস্টারিকার বিপক্ষে জিতলেও এখনও শেষ ষোলো নিশ্চিত হয়নি ব্রাজিলের। গ্রুপের শেষ ম্যাচে সার্বিয়ার বিপক্ষে তাই জয় ছাড়া অন্য কিছু ভাবছে না ব্রাজিল। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে একটি বড় দুঃসংবাদ শুনতে হলো ব্রাজিলকে। কোস্টারিকার বিপক্ষে দ্বিতীয়ার্ধে আলো ছড়ানো ডগলাস কস্তাকে সার্বিয়া ম্যাচের জন্য পাচ্ছে না তারা। কোস্টারিকা ম্যাচেই হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছেন এই উইঙ্গার।
সার্বিয়া ম্যাচের আগে বড় দুঃসংবাদ শুনলো ব্রাজিল
উইলিয়ান আর কস্তা পাশাপাশি দৌঁড়াচ্ছেন। সার্বিয়ার বিপক্ষে ব্রাজিল পাচ্ছে না ডগলাস কস্তাকে, তার জায়গা নিতে পারেন উইলিয়ান। ছবিঃ রয়টার্স

কোস্টারিকার বিপক্ষে জিতলেও এখনও শেষ ষোলো নিশ্চিত হয়নি ব্রাজিলের। গ্রুপের শেষ ম্যাচে সার্বিয়ার বিপক্ষে তাই জয় ছাড়া অন্য কিছু ভাবছে না ব্রাজিল। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে একটি বড় দুঃসংবাদ শুনতে হলো ব্রাজিলকে। কোস্টারিকার বিপক্ষে দ্বিতীয়ার্ধে আলো ছড়ানো ডগলাস কস্তাকে সার্বিয়া ম্যাচের জন্য পাচ্ছে না তারা। কোস্টারিকা ম্যাচেই হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছেন এই উইঙ্গার।

এছাড়া কোস্টারিকা ম্যাচের আগে অনুশীলনে চোটে পড়ায় ওই ম্যাচে খেলতে না পারা ডিফেন্ডার দানিলোও থাকছেন না সার্বিয়া ম্যাচে। এই দুজনকে বেস ক্যাম্পে রেখেই তাই মস্কোতে সার্বিয়ার মুখোমুখি হবে তিতের দল।

পরীক্ষা-নিরীক্ষার পর ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার নিশ্চিত করেছেন, সার্বিয়া ম্যাচে পাওয়া যাচ্ছে না এই দুজনকে, ‘কোস্টারিকা ম্যাচ শেষে ডান হ্যামস্ট্রিংয়ে কিছুটা ব্যথা অনুভব করছিলো বলে জানিয়েছিল কস্তা। ও কিন্তু বিশ্বকাপের আগেও হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে ভুগেছিল, তবে সেটা ছিল বাঁ পায়ের হ্যামস্ট্রিং। এটা সম্পূর্ণ আলাদা ইনজুরি। চেক আপের পর ওর হালকা ইনজুরি ধরা পড়েছে। সে কারণে পরের ম্যাচে ও আমাদের সাথে মস্কো যাচ্ছে না, সোচিতে বেস ক্যাম্পেই থাকছে।’

কস্তার সেরে ওঠার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাও নিচ্ছে ব্রাজিল, ‘ওর জন্য ফিজিওথেরাপিস্ট আনছি আমরা। এখানে থেকেই পুনর্বাসন প্রক্রিয়া চালানো হবে ওর। শুধু কস্তা নয়, একই সাথে দানিলোর পুনর্বাসন প্রক্রিয়াও চলবে।’

কস্তার টুর্নামেন্ট শেষ হয়ে যায়নি বলেও বিশ্বাস লাসমারের, ‘আমরা আশা করছি টুর্নামেন্টের সামনের পর্যায়ে কস্তা খেলতে পারবে। ওকে সুস্থ করে তোলার জন্য সম্ভাব্য সবকিছুই করবো আমরা।’

তবে কবে নাগাদ তারা মাঠে নামতে পারবেন, সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি লাসমার। 

 

Comments

The Daily Star  | English

BNP to enforce 36-hour blockade from Tuesday

The BNP and its allies have announced a 36-hour road-rail-waterway blockade in Bangladesh from Tuesday morning to protest the Election Commission's announcement of the schedule for the next national election announced by the Election Commission (EC)

1h ago