ক্রুসের অমন গোলই বদলে দেবে জার্মানিকে!

মেক্সিকোর কাছে হারের পর সমালোচনার তীরে বিদ্ধ হতে হয়েছে জার্মানিকে। সুইডেনের বিপক্ষেও প্রথমার্ধে পিছিয়ে পড়েছিল এক গোলে। খেলা শেষ হওয়ার ৩০ সেকেন্ড আগে পর্যন্তও সমতায় ছিল দু’দল। তখনই টনি ক্রুসের জাদুকরী ওই গোল। এমন গোলের পর নাকি গোটা আবহই এখন পাল্টে যাবে দলের, এমনটাই মনে করছেন ডিফেন্ডার ম্যাট হামেলস।
Toni Kroos
টনি ক্রুসের শেষ মুহুর্তের গোল। ছবিঃ রয়টার্স

মেক্সিকোর কাছে হারের পর সমালোচনার তীরে বিদ্ধ হতে হয়েছে জার্মানিকে। সুইডেনের বিপক্ষেও প্রথমার্ধে পিছিয়ে পড়েছিল এক গোলে। খেলা শেষ হওয়ার ৩০ সেকেন্ড আগে পর্যন্তও সমতায় ছিল দু’দল। তখনই টনি ক্রুসের জাদুকরী ওই গোল। এমন গোলের পর নাকি গোটা আবহই এখন পাল্টে যাবে দলের, এমনটাই মনে করছেন ডিফেন্ডার ম্যাট হামেলস।

‘ম্যাজিকাল’ গোল পেলেও পুরো ম্যাচের পারফরম্যান্সে তৃপ্ত নন ঘাড়ের চোটের কারণে সুইডেনের বিপক্ষে ম্যাচে না খেলা হামেলস, ‘প্রথম ম্যাচের তুলনায় এই ম্যাচে ভালো খেলেছি আমরা, কিন্তু যথেষ্ট ভালো খেলিনি। টুর্নামেন্টের সামনের পর্যায়ে গিয়ে আরও ভালো খেলতে হবে আমাদের। সামনের ম্যাচে আমাদের সামনে নতুন প্রতিপক্ষ। প্রতিপক্ষকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করবো আমরা। যেসব জায়গায় উন্নতি আনতে হবে সেসব দিকে মনোযোগ দেব।’

‘আমাদের জন্য খুব আবেগঘন একটা ম্যাচ ছিল এটি, কারণ এমন জয়ের পর নিজেদের সামর্থ্যের উপর বিশ্বাস আরও এক ধাপ বেড়ে যায়। যেকোনো অবস্থা থেকেই আমরা ফিরে আসতে পারি, এমন বিশ্বাস আরও মজবুত হয়।’

ক্রুসের এই নাটকীয় গোল জার্মানিকে জ্বলে ওঠার জ্বালানি জোগাবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বায়ার্ন ডিফেন্ডার বলেছেন, ‘এরকম ঘটনা বাকি টুর্নামেন্টেই জার্মানির সাফল্যের প্রভাবক হিসেবে কাজ করতে পারে। তবে তার আগে আমাদের দক্ষিণ কোরিয়াকে হারাতে হবে। পরের পর্বে যেতে না পারলে এই জয়ের কোন মূল্য থাকবে না।’

ম্যাচ শেষে নিজের ইনজুরির অবস্থার কথাও জানিয়েছেন হামেলস, ‘বৃহস্পতিবার অনুশীলনের সময় আমি কিছুটা অস্বস্তিবোধ করি। এখন অবস্থার উন্নতি হচ্ছে, তবে চিকিৎসক বলেছিলেন এই ম্যাচে খেললে বেশ বড় ঝুঁকি নেয়া হয়ে যাবে, পরবর্তীতে আরও গুরুতর অবস্থাও হতে পারে। এই ম্যাচে খেলতে পারব না, এটা মেনে নেয়া আমার জন্য খুব কঠিন ছিল।’

সুইডেনের বিপক্ষে খেলতে না পারলেও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচে হামেলসকে পাওয়ার আশা করছে জার্মানি। 

Comments