সানগ্লাস উপহার নিয়ে ১০০ ডলার জরিমানা দিতে হলো ট্রুডোকে
সামান্য এক জোড়া সানগ্লাস উপহার পাওয়ার কথা সময়মত ঘোষণা না করায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ১০০ ডলার জরিমানা করা হয়েছে।
দেশটির আইন অনুযায়ী প্রধানমন্ত্রী দুইশো ডলারের বেশি দামের কোনো উপহার গ্রহণ করলে ৩০ দিনের মধ্যে তা ঘোষণা করতে হয়। ঘটনাক্রমে ট্রুডোর নেওয়া উপহারটির দাম দুইশো ডলারের বেশি ছিল। আর এই কথা না জানানোতেই ফেঁসেছেন স্বয়ং প্রধানমন্ত্রী। এই মাসের মাঝামাঝি সময়ের দিকে কানাডার পার্লামেন্টের নৈতিকতা সংক্রান্ত কমিটি বলেছে, কনফ্লিক্ট অব ইন্টারেস্ট আইনের ২৫ নম্বর ধারা ভঙ্গ করেছেন ট্রুডো। শাস্তি হিসেবে তাকে গুণতে হবে ১০০ ডলার জরিমানা।
তবে জরিমানার রায় এলেও ট্রুডোকে পুরোপুরি দোষী মানতে নারাজ তার প্রেস সচিব। শুক্রবার গণমাধ্যমের উদ্দেশে পাঠানো এক ইমেইল বিবৃতিতে তিনি বলেন, ‘প্রশাসনিক একটি ত্রুটির কারণে ৩০ দিনের মধ্যে উপহারের কথা ঘোষণা করা যায়নি।’
ট্রুডোর দপ্তর থেকে জানানো হয়, কানাডার পূর্বাঞ্চলের গুয়ের্নসি কোভ এলাকার ফেলো আর্থলিংস আইওয়্যার কোম্পানির তৈরি চামড়ার মোড়কে জড়ানো রোদচশমা জোড়ার খুচরা দাম ৩০০-৫০০ ডলারের মধ্যে। সূত্র: সিবিসি
Comments