জাপান-সেনেগাল সমানে সমান

যেন সেয়ানে-সেয়ানে লড়াই। সেনেগাল গোল করে এগিয়ে যায় তো খানিক পর ফেরত দেয় জাপান। গোল দেওয়া-নেওয়ার এমন শোধ-বোধ হয়েছে চারবার। এতে দর্শকরাও পেয়েছেন বিনোদন।

যেন সেয়ানে-সেয়ানে লড়াই। সেনেগাল গোল করে এগিয়ে যায় তো খানিক পর ফেরত দেয় জাপান। গোল দেওয়া-নেওয়ার এমন শোধ-বোধ হয়েছে চারবার। এতে দর্শকরাও পেয়েছেন বিনোদন।

এবার বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে নামেভারে সব দলই মাঝারি। রোববার একিটিরেনবার্গে নিজেদের প্রথম ম্যাচে জিতে আসা জাপান-সেনেগাল ম্যাচ শেষ করেছে ২-২ সমতায়। গ্রুপের লড়াইও গেছে বেশ খানিকটা জমে। শেষ ম্যাচের আগে দ্বিতীয় রাউন্ডের হিসাব নিকাশ কিছুই পরিষ্কার নয়।

এবার বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে নামেভারে সব দলই মাঝারি। রোববার একিটিরেনবার্গে নিজেদের প্রথম ম্যাচে জিতে আসা জাপান-সেনেগাল ম্যাচ শেষ করেছে ২-২ সমতায়। গ্রুপের লড়াইও গেছে বেশ খানিকটা জমে। শেষ ম্যাচের আগে দ্বিতীয় রাউন্ডের হিসাব নিকাশ কিছুই পরিষ্কার নয়।

খেলায় বেশিরভাগ সময় বল পায়ে ছিল জাপানের, আবার গোলে বেশি শট নিতে পেরেছেন সেনেগাল। দুবারই আগে গোল করে এগিয়ে গিয়েছিল তারা, জাপানিরা দুবার ফেরে সমতায়।

১৪ মিনিটে প্রথম গোল করেন সেনেগালের সেরা তারকা সাদিও মানে। গোলটি অবশ্য জাপানের বাজে রক্ষণের ফল। গেনগি হারগুচি ঠিকঠাক ক্লিয়ার করতে না পারায় বক্সে ঢুকে পড়েন মানে। তাতেই এগিয়ে যায় সেনেগালিজরা।

৩৪ মিনিটেই গিয়েই অবশ্য সেই গোল ফেরত দিয়ে দেন তাকিশি ইনিওই। ইউতো নাগামুতোর কাছ থেকে পাওয়া বল জালে জড়ান তিনি।

বিরতির পর খানিক্ষণ তাল পায়নি কোন দলই। খেলার গতিও কমে গিয়েছিল কিছুটা। তবে ৭১ মিনিটে মুসা ওয়াগের গোলে ফের এগিয়ে যায় সেনেগা। গোল শোধে মরিয়া জাপান আক্রমণে ধার বাড়ায়। ৬ মিনিটের মধ্যেই আসে ফল। দলের সেরা তারকা কাওসাকি হোন্ডার গোলে সমতায় ফেরে এশিয়ার দেশটি।

দুই ম্যাচ শেষে এইচ গ্রুপে সমান চার পয়েন্ট নিয়ে এক-দুইয়ে আছে জাপান ও সেনেগাল।

 

Comments