বাদ পড়তে পারে স্পেন-পর্তুগালও!

শেষ ম্যাচের আগে বি- গ্রুপের হিসাব নিকেশ বেশ খানিকটা জট পাকিয়ে গেছে। এই গ্রুপে কেবল মরক্কোরই পরের রাউন্ডে যাওয়ার কোন সম্ভাবনা নেই। বাকি তিন দল স্পেন, পর্তুগাল আর ইরান আছে দৌড়ে। পয়েন্ট টেবিলের এক-দুইয়ে থাকা স্পেন, পর্তুগালের দ্বিতীয় রাউন্ড অনেকে নিশ্চিত ধরে নিলেও আসলে সমীকরণ বলছে এই দুই দলের যেকোনো এক দলের বাদ পড়ার সম্ভাবনাও আছে। এমনকি মারপ্যাঁচের অঙ্কে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে ইরানও।
স্পেন-পর্তুগাল
স্পেন-পর্তুগাল কি যাবে পরের রাউন্ডে। ছবিঃ রয়টার্স (ফাইল)

শেষ ম্যাচের আগে বি- গ্রুপের হিসাব নিকেশ বেশ খানিকটা জট পাকিয়ে গেছে। এই গ্রুপে কেবল মরক্কোরই পরের রাউন্ডে যাওয়ার কোন সম্ভাবনা নেই। বাকি তিন দল স্পেন, পর্তুগাল আর ইরান আছে দৌড়ে। পয়েন্ট টেবিলের এক-দুইয়ে থাকা স্পেন, পর্তুগালের দ্বিতীয় রাউন্ড অনেকে নিশ্চিত ধরে নিলেও আসলে সমীকরণ বলছে এই দুই দলের যেকোনো এক দলের বাদ পড়ার সম্ভাবনাও আছে। এমনকি মারপ্যাঁচের অঙ্কে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে ইরানও।

আগে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলের দিকে একটু নজর দেয়া যাক। প্রত্যেক দলের দুটি করে ম্যাচ শেষ। পয়েন্ট, গোল ব্যবধান, গোল করার সংখ্যা, গোল হজমের সংখ্যা সবকিছু সমান হওয়া সত্ত্বেও ফেয়ার প্লে পয়েন্টের দিক থেকে এগিয়ে থাকায় আপাতত গ্রুপের শীর্ষে স্পেন। আর স্পেনের ঠিক পরের স্থানটিই পর্তুগালের। দুই ম্যাচেই হেরে এরই মধ্যে সব সম্ভাবনা শেষ মরক্কোর, আর দুই ম্যাচে এক জয়ে তিন পয়েন্ট নিয়ে এখনও শেষ ষোলোর সম্ভাবনা জিইয়ে রেখেছে ইরান।

যেভাবে শঙ্কায় পর্তুগাল-স্পেনও, ইরানের সম্ভাবনা যেখানে

দ্বিতীয় স্থানে থাকলেও পর্তুগালের নিশ্চিন্ত হয়ে বসে থাকার কোন সুযোগ নেই। আজ শেষ ম্যাচের পর যে দ্বিতীয় স্থানটা আর দখলে নাও থাকতে পারে! ঝামেলাটা আসলে বেঁধেছে নিজেদের শেষ ম্যাচটা ইরানের সাথে হওয়ায়। ড্র করলেও পরের পর্বে উঠে যাবে ফার্নান্দো সান্তোসের দল, কিন্তু কোনভাবে যদি পর্তুগালকে হারিয়ে দেয়ার মতো অঘটন ঘটিয়ে দেয় ইরান, তাহলেই গেল! ওদিকে যদি স্পেনও জিতে যায় মরক্কোর বিপক্ষে তবে লিসবনের ফ্লাইট ধরতে হবে ক্রিস্তিয়ানো রোনালদোদের। 

ইরানের কাছে হেরে গেলেও পর্তুগালের সম্ভাবনা থাকবে, যদি মরক্কো হারিয়ে দেয় স্পেনকে। শুধু সেটুকুই যথেষ্ট নয়। স্পেন মরক্কোর কাছে হারলে তাদের পয়েন্টও থাকবে পর্তুগালের সমান চার। সেক্ষেত্রে যারা কম ব্যবধানে হারবে তারাই ইরানের গ্রুপসঙ্গী। তখন গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে উঠবে ইরান।

ধরা যাক, পর্তুগাল ইরানের কাছে ১-০ গোলে হারল আর স্পেন মরক্কোর কাছে হারল ২-০ গোলে। তখন বিদায় নিতে হবে স্পেনকেই। আর গ্রুপে দ্বিতীয় হয়ে উঠবে পর্তুগাল।

আর স্পেন-পর্তুগাল দুই দলই যদি একই ব্যবধানে হারে? তাহলেও শঙ্কা বেশি পর্তুগালের। আবারও পয়েন্ট, গোল ব্যবধান, গোল করার সংখ্যা, গোল হজমের সংখ্যা সবকিছু মিলে যাবে, হেড টু হেডেও দুই দলকে আলাদা করা সম্ভব নয়। আশ্রয় নিতে হবে ফেয়ার প্লে’র। ফেয়ার প্লে থেকে যে দল বেশি পয়েন্ট পাবে, তারাই উঠে যাবে পরের পর্বে। এখনও পর্যন্ত ফেয়ার প্লে পয়েন্টের দিক থেকে এগিয়ে আছে স্পেন। শেষ ম্যাচ শেষেও একই অবস্থা থাকলে পর্তুগাল নয়, ইরানের সাথে নকআউটে  স্পেনই।

জিতলে তো ইরান উঠবেই, ড্র করলেও তাদের একটা সম্ভাবনা আছে। তখন মেলাতে হবে দুই সমীরকণ। এক, যদি মরক্কোর কাছে দুই গোলের বড় ব্যবধানে স্পেন হারে তবেই খুলবে দুয়ার। আর দুই, পর্তুগালের সঙ্গে ড্র করলেও স্কোরলাইন থাকতে হবে বড়। যেমন মরক্কো যদি স্পেনকে ১-০ গোলে হারায় আর পর্তুগাল ইরান ৪-৪ গোলে ড্র করে তবেই পর্তুগালের পেছনে থেকে পরের রাউন্ডে যাবে ইরান।

ওদিকে স্পেন পর্তুগাল দুই দল একই ব্যবধানে জিতলেও উদ্ভট পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তখন গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণের জন্য ফেয়ার প্লে পয়েন্টের দ্বারস্থ হতে হবে।

জমজমাট এই গ্রুপের শেষ দুই ম্যাচের প্রতি তাই বাড়তি মনোযোগই থাকবে ফুটবলপ্রেমীদের।

 

Comments

The Daily Star  | English

Bank Asia puts Deshbandhu Sugar’s collateral on auction

The lender invited bids from interested buyers for properties mortgaged by the company in the capital's Uttarkhan, Uttara Residential Model Town and Bashundhara.

29m ago