পর্তুগাল বনাম ইরান : ভবিষ্যদ্বাণী, একাদশ ও রেকর্ড

শক্তিশালী স্পেনকে রুখে দেওয়ার পর মরক্কোর বিপক্ষে কাঙ্ক্ষিত জয়। তাই আত্মবিশ্বাসে টইটুম্বুর পর্তুগাল। তবে দলটি এখন পর্যন্ত ক্রিস্টিয়ানো রোনালদোর পারফরম্যান্সেই এগিয়েছে দলটি। তাই তাকে আটকাতে পারলে ভালো কিছু প্রত্যাশা করতেই পারে ইরান। তবে কাজটা খুব কঠিন জানে ইরানীরা। তবে দুরূহ নয়। আরও একটি জমজমাট লড়াই-ই অপেক্ষা করছে ফুটবল প্রেমীদের জন্য।

শক্তিশালী স্পেনকে রুখে দেওয়ার পর মরক্কোর বিপক্ষে কাঙ্ক্ষিত জয়। আত্মবিশ্বাসে টইটুম্বুর পর্তুগাল। তবে দলটি এখন পর্যন্ত ক্রিস্টিয়ানো রোনালদোর পারফরম্যান্সেই এগিয়েছে। তাই তাকে আটকাতে পারলে ভালো কিছু প্রত্যাশা করতেই পারে ইরান। কাজটা খুব কঠিন জানে ইরানীরা। তবে দুরূহ নয়। আরও একটি জমজমাট লড়াই-ই অপেক্ষা করছে ফুটবল প্রেমীদের জন্য। 

ম্যাচের ফলাফল কি হবে তা জানা যাবে ম্যাচ শেষে, তবে তার আগেই ফলাফলের ভবিষ্যদ্বাণী নিয়ে হাজির আমরা। পাশাপাশি দুই দলের সম্ভাব্য একাদশ, কৌশলও তুলে ধরা হলো-

কখন?

বাংলাদেশ সময় রাত ১২টা, সোমবার, ২৫ জুন

কোথায়?

মোরদোভিয়া অ্যারেনা, সারানস্ক

নজরে থাকবেন যারা

নিঃসন্দেহে পর্তুগালের রোনালদো ম্যাচের সবচেয়ে বড় তারকা। পাঁচ বারের ব্যালন ডি’অর বিজয়ী। দারুণ ছন্দেও আছেন। আগের দুই ম্যাচেই গোল করেছেন ৪টি। দুই ম্যাচেই পর্তুগালের জয়ের একক নায়কও তিনি। তবে দলে আছে বার্নার্দো সিলভার মতো প্রতিভাবান মিডফিল্ডার। ম্যানসিটির ঐতিহাসিক লিগ শিরোপা জয়ে দারুণ অবদান ছিল তার।

পর্তুগিজ আক্রমণ সামলানোর মূল দায়িত্ব থাকবে ইরানের ডিফেন্ডার মোহাম্মাদ রেজা খানজাদেহর উপর। আর গোলরক্ষক আলিরেজা বিরানভান্দও থাকছেন নজরে। মূলত জমাট ডিফেন্সই দলের মূল শক্তি। তবে চোরাগুপ্তা হামলা করে পাল্টে দিতে পারেন ম্যাচের ভাগ্য।

সম্ভাব্য একাদশ ও ম্যাচের কৌশল

পর্তুগাল : (৪-৪-২) রুই প্যাট্রিসিয়া, ব্রুনো আলভেজ, কেড্রিক সোয়ারেস, পেপে, রাফায়েল গুয়েরেইরো, হোয়াও মুতিনহো, ম্যানুয়েল ফার্নান্দেস, উইলিয়াম ক্যারাভালো, বার্নার্ডো সিলভা, ক্রিস্টিয়ানো রোনালদো  ও গনসালো গুয়েডেস।

ইরান : (৪-১-৪-১) আলিরেজা বিরানভান্দ, রামিন রেজাইয়ান, মোর্তেজা পুরালিগাঞ্জি, মোহাম্মাদ রেজা খানজাদেহ, এহসান হাজি সাফি, ওমিদ ইব্রাহিমি, আলিরেজা জাহানবকশ, মাসুদ শোজাই, ভাহিদ আমিরি, করিম আনসাফিরাদ, সারদার আজমাউন।

ভবিষ্যদ্বাণী : আগের দুই ম্যাচের ফলাফল অনুযায়ী এগিয়ে আছে পর্তুগাল। শক্তির তারতম্যও ওই একই কথা বলে। তবে এক রোনালদো ছাড়া মন ভরাতে পারেনি পর্তুগিজদের খেলা। আগের ম্যাচে মরক্কোর ভালো ফিনিশার থাকলে হয়তো ভিন্ন ফলাফলই দেখতে হতো তাদের। আর শক্তিশালী ডিফেন্সের সঙ্গে পাল্টা আক্রমণে গোল আদায় করতে পটু ইরান। তবে নামের বিচারে এগিয়ে থাকবে পর্তুগাল।

সম্ভাব্য স্কোর : পর্তুগাল ১-০ ইরান

অতিরিক্ত সংযোজন :

১) ২০০৬ বিশ্বকাপের পর এটা ইরান-পর্তুগালের দ্বিতীয় মোকাবেলা। আগের লড়াইয়ে ডেকো ও রোনালদোর গোলে ২-০ ব্যবধানে জয় পেয়েছিল পর্তুগিজরাই।

২) এশিয়ান প্রতিপক্ষের সঙ্গে এর আগের চার লড়াইয়ের তিনটিতেই জিতেছে পর্তুগাল। ২০০২ সালে স্বাগতিক দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হেরেছিল তারা।

৩) ইউরোপিয়ান প্রতিপক্ষের সঙ্গে আগের সাত লড়াইয়ের একটিতেও জয় পায়নি ইরান। ছয়টিতেই হেরেছে। ১৯৭৮ সালে নিজেদের প্রথম বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ড্র করতে পেরেছিল দলটি।

৪) ইরানের বর্তমান কোচ কার্লোস কুইরোজ এর আগে দুই মেয়াদে পর্তুগালের কোচ ছিলেন। ১৯৯১-১৯৯৩ এবং ২০০৮-২০১০।

৫) মরক্কোর বিপক্ষে ক্লিন শিট রেখেছে পর্তুগাল। ২০১০ সালে ব্রাজিলের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর এটাই ছিল প্রথম।

৬) পর্তুগালের বিপক্ষে জয় পেলেই দ্বিতীয় রাউন্ডে উঠবে ইরান। আর তা করতে পারলে দেশটির বিশ্বকাপ ইতিহাসে এটাই হবে সর্বোচ্চ প্রাপ্তি।

৭) বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে কখনোই জিততে পারেনি ইরান।

 

Comments

The Daily Star  | English
Sheikh Hasina's Sylhet rally on December 20

Hasina doubts if JP will stay in the race

Prime Minister Sheikh Hasina yesterday expressed doubt whether the main opposition Jatiya Party would keep its word and stay in the electoral race.

2h ago