রোনালদোকে আটকাতে এ কেমন কৌশল ইরানি সমর্থকদের!

দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ ম্যাচ এটি। যে জিতবে, শেষ ষোলো নিশ্চিত হবে তাদেরই। তবে পর্তুগালের বিপক্ষে ইরান দল মাঠে নামার আগেই কাজটা যেন এক ধাপ এগিয়ে রাখতে চাইলেন তাদের সমর্থকেরা। ক্রিস্তিয়ানো রোনালদো যেন রাতে ঘুমুতে না পারেন, সেজন্য গভীর রাতে তাঁর রুমের বাইরে গিয়ে হট্টগোল করেছেন ইরানি সমর্থকেরা।
রোনালদোদের হোটের বাইরে ইরান সমর্থকরা। ছবিঃ সংগ্রহ

দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ ম্যাচ এটি। যে জিতবে, শেষ ষোলো নিশ্চিত হবে তাদেরই। তবে পর্তুগালের বিপক্ষে ইরান দল মাঠে নামার আগেই কাজটা যেন এক ধাপ এগিয়ে রাখতে চাইলেন তাদের সমর্থকেরা। ক্রিস্তিয়ানো রোনালদো যেন রাতে ঘুমুতে না পারেন, সেজন্য গভীর রাতে তাঁর রুমের বাইরে গিয়ে হট্টগোল করেছেন ইরানি সমর্থকেরা।

রাশিয়া বিশ্বকাপে এখনও পর্যন্ত বিধ্বংসী ফর্মে আছেন রোনালদো। দুই ম্যাচে চার গোল নিয়ে গোল্ডেন বুটের লড়াইয়ে আছেন হ্যারি কেইনের ঠিক পরেই। ইরানের বিপক্ষেও যে মূল ত্রাসটা তিনিই ছড়াবেন, সেটি ভালোই জানেন ইরান সমর্থকেরা। সে কারণে ম্যাচের আগেই তাঁকে কিছুটা অস্থিতিশীল করে তোলার চেষ্টা করলেন ইরানিরা।

ম্যাচের আগের রাতে ঘুমটা খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের জন্য। অনেক কোচই ম্যাচের আগে তাড়াতাড়ি ঘুমুতে যাওয়ার নির্দেশ দেন খেলোয়াড়দের। আর এই দুর্বল জায়গাটাই কাজে লাগাতে চেয়েছেন ইরান ভক্তরা। সারানস্কে ম্যাচের আগের রাতে রোনালদোদের হোটেলের সামনে এসে বিকট শব্দে চিৎকার চেঁচামেচি করেছেন তারা, যাতে করে রাতে ঠিকভাবে না ঘুমুতে পারেন রোনালদোরা।

ইউটিউবে প্রকাশ হওয়া এক ভিডিওতে দেখা গেছে, পর্তুগাল দল যে হোটেলে আছে, গভীর রাতে সেই হোটেলের সামনে জমায়েত হয়ে ড্রাম বাজিয়ে গান গেয়ে উল্লাস করে চলেছেন ইরান সমর্থকেরা। নিজেদের লক্ষ্যে বেশ সফলই বলতে হবে ইরান সমর্থকদের। তাদের চিৎকারে বিরক্ত হয়ে ঘুম ভেঙে জানালার পাশে এসে তাদের শান্ত করতে হয়েছে স্বয়ং রোনালদোকে। ঘুম ভেঙে উঠে আসা রোনালদোকে মুখে আঙুল দিয়ে ইরান সমর্থকদের চুপ করতে বলতেও দেখা গেছে। অর্থাৎ রোনালদোর ঘুমে ব্যাঘাত ঘটানোর যে উদ্দেশ্য নিয়ে এসেছিল ইরান সমর্থকেরা, তা প্রাথমিকভাবে সফল হয়েছে বলেই ধরে নেয়া যায়।

এবার দেখার পালা, ঘুমের ব্যাঘাত ঘটায় রোনালদোর মাঠের ফর্মে সেটির কোন প্রভাব পড়ে কি না। 

 

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

1h ago