এক কেন্দ্রে ভোটার তালিকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির
গাজীপুর সিটি নির্বাচনের একটি কেন্দ্রে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সমর্থকরা বিএনপির এজেন্টদের কাছ থেকে ভোটার তালিকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গাজীপুর সদর উপজেলার মদিনাতুল উলুম সিনিয়র মাদরাসা ভোটকেন্দ্রে বিএনপির মেয়র প্রার্থীর এজেন্ট ও সমর্থকরা আজ এই অভিযোগ করেন।
ওই কেন্দ্রের বিএনপির পোলিং এজেন্ট সমন্বয়ক হারুন উর রশিদ দ্য ডেইলি স্টারের একজন স্টাফ রিপোর্টারকে বলেন, গতরাতে মুন্না নামে তাদের এক নেতাকে পুলিশ তুলে নিয়ে গেছে। তার কাছে ভোটার তালিকাসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিল।
তারা যে বিকল্প ভোটার তালিকা জোগাড় করেছিল সেটাও আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা ছিনিয়ে নিয়ে গেছে বলে তিনি অভিযোগ করেন।
কেন্দ্রটির এক নম্বর বুথে থাকা বিএনপির এজেন্ট ইরফান হোসেন বলেন, ‘আমার কাছে কোনো ভোটার তালিকা না থাকায় কেউ জাল ভোট দিচ্ছে কি না সেটা যাচাই করতে পারছি না।’ ওই কেন্দ্রের অন্যান্য বুথে থাকা বিএনপির এজেন্ট আবু হারিফ, তামান্না আফরোজ ও শাহনাজ একই অভিযোগের পুনরাবৃত্তি করেন।
তবে ভোট কেন্দ্রটিতে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মোহাম্মদ সাইদুল ইসলাম বলছেন, তার কাছে অনিয়মের কোনো অভিযোগ আসেনি।
Comments