‘নির্বাচন সুষ্ঠু হচ্ছে’
গাজীপুর সিটি নির্বাচনে আজ (২৬ জুন) ভোটগ্রহণ সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম।
কানাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯টায় ভোট দেওয়ার পর তিনি এই মন্তব্য করেন বলে আমাদের সংবাদদাতা জানান।
জাহাঙ্গীর বলেন, “ভোটাররা স্বপ্রণোদিত হয়ে নিজেদের ভোট দিচ্ছেন। ভোটাররা যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারেন সে বিষয়ে আমি গাজীপুরের সবার সহযোগিতা চাই। আমরা সবদলের সমর্থক ভোটারদের স্বাগত জানাই।”
ভোটগ্রহণ নিয়ে বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের অভিযোগের প্রেক্ষিতে আওয়ামী লীগ মেয়র প্রার্থী বলেন, “তিনি (হাসান) মিথ্যাচার করছেন। তিনি প্রথম থেকেই বলে আসছেন নির্বাচন সুষ্ঠু-সুন্দর হবে না। তিনি এমন ভিত্তিহীন অভিযোগ দিয়ে গাজীপুরের নির্বাচনকে বিতর্কিত করতে পারবেন না।”
নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে জাহাঙ্গীর বলেন, “আমি বিপুল ভোটে জয় লাভ করবো বলে আশা করি।”
নির্বাচনে হেরে গেলে তা মেনে নিবেন কী না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি জনগণের রায় মেনে নিবো। সব রাজনৈতিক ব্যক্তিরই তা করা উচিত।”
Comments