সরকারের পাতানো পথে হাঁটছে নির্বাচন কমিশন: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘গাজীপুর সিটি নির্বাচনে সরকারের পাতানো পথেই হাঁটছে নির্বাচন কমিশন। ভোট শুরু হওয়ার পর থেকেই বিএনপি এজেন্টদের বের করে দিয়ে কেন্দ্র দখল করছে ক্ষমতাসীনরা। কোথাও কোথাও পুলিশ নৌকার পক্ষে সিল মারছে।’
আজ দুপুরে ঢাকায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন রিজভী।
রিজভীর অভিযোগ, নির্বাচন শুরুর পর থেকে শতাধিক ভোট কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। নজিরবিহীনভাবে বিএনপি এজেন্টদের গ্রেপ্তার করা হয়েছে।
তার ভাষায়, ‘জাল ভোট, মারধর ও ভোট জালিয়াতির মহোৎসব চলছে।’
তিনি বলেন, ‘পুলিশ আওয়ামী ক্যাডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তাদের উপস্থিতিতে বিএনপির এজেন্ট বের করে দিয়ে সরকারি দলের প্রার্থীর পক্ষে নৌকা প্রতীকে সিল মারছে। ভোটার উপস্থিত থাকলেও বলা হচ্ছে ভোট হয়ে গেছে।’
Comments