বিএনপিকে শেষ পর্যন্ত মাঠে থাকার পরামর্শ সিইসির

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি নেতা-কর্মীদের শেষ পর্যন্ত মাঠে থাকার পরামর্শ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা।
cec
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। ফাইল ছবি

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি নেতা-কর্মীদের শেষ পর্যন্ত মাঠে থাকার পরামর্শ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার  কেএম নূরুল হুদা।

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মঙ্গলবার দুপুরে সিইসির সঙ্গে বৈঠক করে সাংবাদিকদের এ কথা জানান বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।

পরে অলাল বলেন, ‘খুলনা সিটি নির্বাচনের মতো গাজীপুর সিটি নির্বাচনের শুরু থেকেই সেখানকার পুলিশ সুপারকে প্রত্যাহার করতে বলেছিলাম। কিন্তু তারা এ বিষয়ে নেন নি। …গাজীপুরের পুলিশ সুপার, তার নেতৃত্বে জ্যাকেট পড়া ডিবি পুলিশ সেখানে আজকে চূড়ান্ত রুদ্রমূর্তি ধারণ করেছেন। আমাদের অভিযোগ গাজীপুরের রিটার্নিং, প্রিজাইডিং অফিসারকে জানিয়েছি। সে কথাটিই মাননীয় প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছি।’

বিএনপি ইসির কারো কাছে সহায়তা পাচ্ছেন না বলে অভিযোগ করেছে।

আলাল ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ইসির মোবাইল টিম, মনিটরিং টিম থেকে আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না। আমাদের প্রতিনিধিরা কোনো উত্তর পাচ্ছে না বলে  রিটার্নিং অফিসারকে বলুন। এখানেও মাননীয় প্রধান নির্বাচন কমিশনার আমাদের একই পড়ামর্শ দিয়েছেন। তিনি বলেছেন আপনারা মাঠে থাকেন, প্রিজাইডিং অফিসারকে বলেন, রিটার্নিং অফিসারকে বলেন। আর আপনাদের লোকদের বলেন যেন শেষ পর্যন্ত মাঠে থাকেন।’

সিইসির পরামর্শে আশ্বস্ত হতে পেরেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা আশ্বস্ত হতে পারিনি। তবে আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য।’

 

Comments