রাশিয়া ছাড়ার জন্য ব্যাগ গুছিয়ে ফেলেছেন মেসি!

বিশ্বকাপে হয়তো আজই তার শেষ ম্যাচ। হয়তো জাতীয় দলের জার্সি গায়েও। নাইজেরিয়ার বিপক্ষে জিততেই হবে আর্জেন্টিনাকে। সঙ্গে রয়েছে আরও কিছু সমীকরণ। তবে এর আগেই রাশিয়া ছাড়ার জন্য ব্যাগ গুছিয়ে ফেলেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এমনই এক সংবাদ প্রকাশ করেছে স্প্যানিশ গণমাধ্যম এল কনফিডেন্সিয়াল।

পত্রিকাটি জানিয়েছে গত ২২ জুন সকালে ঘুম থেকে উঠেই নিজের ব্যাগ গুছিয়েছেন মেসি। এ সময় স্ত্রী অ্যান্তনিয়া রুকুজ্জো এর কারণ জানতে চাইলে জানান, চারদিকে থেকে এতো আঘাত পেতে পেতে তিনি ক্লান্ত। জাতীয় দলে থাকার আর কোন মানেই খুঁজে পাচ্ছেন না তিনি।

এক পর্যায়ে রুকুজ্জোর কথায় শান্ত হন মেসি। তবে কিছুক্ষণের জন্য হলেও নিয়ন্ত্রণ হারিয়েছিলেন ক্ষুদে জাদুকর। এরপর নিজের ভুল বুঝতে পেরে স্ত্রী ও বড় দুই পুত্র থিয়াগো ও মাতেওকে জড়িয়ে ধরে হেসে ওঠেন বলেই জানিয়েছে স্প্যানিশ পত্রিকাটি।

চলতি আসরে আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপ শুরু করে আর্জেন্টিনা। এরপর ক্রোয়েশিয়ার বিপক্ষে বিধ্বস্ত হয় ০-৩ গোলে। তাতেই বিদায়ের ঘণ্টাটা বাজতে শুরু করে আল বিসেলেস্তাদের। এরপর সামাজিক মাধ্যমে চলছে মেসিকে নিয়ে কাঁটাছেঁড়া। নানা ধরণের মেমে তৈরি করছেন সমর্থকরা। মূলত হারের দায় এক মেসির ঘাড়েই চাপিয়ে দিচ্ছেন অনেকে।

এর আগে ২০১৬ সালে কোপা আমেরিকায় হারের পর জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন মেসি। পরে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন, কোচ, সমর্থকদের অনুরোধে আবার ফিরে আসেন। এরপর শঙ্কায় থাকা দলকে একক নৈপুণ্যে বিশ্বকাপে তুলেও আনেন। কিন্তু মূল পর্বের ব্যর্থতায় আবারো কাঠগড়ায় তিনি।

তবে আগের দুই ম্যাচের বাজে পারফরম্যান্সের পরও তাদের স্বপ্নের নৌকায় জ্বালানী ঢেলেছে নাইজেরিয়া। আইসল্যান্ডকে হারালে সম্ভাবনাটা বাড়ে তাদের। কিন্তু কাজের কাজটা মাঠে করতে হবে মেসিদেরই। নাইজেরিয়ার বিপক্ষে জিততেই হবে। আর অন্যদিকে আইসল্যান্ড যদি ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় পায় তাহলে মাথায় রাখতে হবে গোল ব্যবধানটাও। পারবেন কি মেসি?

Comments

The Daily Star  | English

Trump won't say if US will strike Iran, but says it's 'late to be talking'

Israel army says struck Iran centrifuge production, weapons manufacturing sites

1d ago