শেষ ষোলোতে যেতে ব্রাজিলের সামনে যত সমীকরণ

রাশিয়া বিশ্বকাপের মতো এত নাটক বোধহয় সাম্প্রতিক সময়ে আর কোন বিশ্বকাপে দেখা যায়নি। প্রতিটি গ্রুপেই চলছে চরম নাটকীয়তা, শেষ ম্যাচের আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না কে যাবে পরের পর্বে। নাটকীয়তা এমনই চূড়ান্ত রূপ নিয়েছে, আর্জেন্টিনার সমান চার পয়েন্ট নিয়েও বাদ পড়তে হতে পারে ব্রাজিলকেও।
Brazil Training
সার্বিয়া ম্যাচের আগে অনুশীলনে ব্রাজিল। ছবি: রয়টার্স

রাশিয়া বিশ্বকাপের মতো এত নাটক বোধহয় সাম্প্রতিক সময়ে আর কোন বিশ্বকাপে দেখা যায়নি। প্রতিটি গ্রুপেই চলছে চরম নাটকীয়তা, শেষ ম্যাচের আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না কে যাবে পরের পর্বে। নাটকীয়তা এমনই চূড়ান্ত রূপ নিয়েছে, আর্জেন্টিনার সমান চার পয়েন্ট নিয়েও বাদ পড়তে হতে পারে ব্রাজিলকেও।

সুইজারল্যান্ডের সঙ্গে ড্র ও কোস্টারিকার বিপক্ষে জয়ের পর দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে আপাতত ‘ই’ গ্রুপের শীর্ষেই আছে ব্রাজিল। শেষ ম্যাচের আগে ব্রাজিলের সমীকরণ বেশ সহজ, সার্বিয়ার বিপক্ষে নিদেনপক্ষে ড্র করলেই শেষ ষোলোতে উঠে যাবে তারা।

সার্বিয়ার সাথে ড্র করলে ব্রাজিলের পয়েন্ট হবে পাঁচ, আর সার্বিয়ার পয়েন্ট হবে চার, সেক্ষেত্রে সুইজারল্যান্ড-কোস্টারিকা ম্যাচের ফলাফল যাই হোক না কেন, পরের পর্বে যাওয়া নিশ্চিত হবে তিতের দলের।

তবে সার্বিয়ার কাছে হেরে গেলে বিপদে পড়ে যেতে পারে ব্রাজিল। সার্বিয়া যদি জিতে যায়, সেক্ষেত্রে তাদের পয়েন্ট হবে ছয়। অপরদিকে কোস্টারিকাকে যদি হারিয়ে দেয় সুইজারল্যান্ডও, তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরের পর্বে যাবে সুইসরাই, আর তাদের সঙ্গী হবে সার্বিয়া। সার্বিয়ার কাছে হারার পরেও পরের পর্বে যেতে পারে ব্রাজিল, যদি কোস্টারিকার কাছে বড় ব্যবধানে হারে সুইজারল্যান্ড।

জিতে গেলে তো বটেই, ড্র করেও গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে ব্রাজিল। ব্রাজিল-সার্বিয়া ম্যাচ যদি ড্র হয়, আর কোস্টারিকা যদি হারিয়ে দেয় সুইজারল্যান্ডকে, তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই পরের পর্বে পা রাখবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর দুটি ম্যাচই যদি ড্র হয়, তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণের জন্য গোল ব্যবধানের আশ্রয় নিতে হবে। আপাতত গোল ব্যবধানের দিক থেকে সুইজারল্যান্ডের চেয়ে এগিয়েই আছে ব্রাজিল।

শেষ ষোলোতে ওঠার সমীকরণটা তাই খুব একটা কঠিন নয় ব্রাজিলের জন্য। তবে সার্বিয়া কোন অঘটন ঘটিয়ে দিলেই জমে যাবে ‘ই’ গ্রুপের সমীকরণ।

Comments