‘একটা প্রেম দরকার মাননীয় সরকার’

‘একটা প্রেম দরকার মাননীয় সরকার’ নামে ছবিটি নির্মাণ করছেন পরিচালক শাহিন সুমন। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী। এছাড়াও, মৃদুলা নামে নবাগত নায়িকাকে দেখা যাবে ছবিটিতে।
গতকাল (২৬ জুন) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলে নতুন এই ছবিটির মহরতে নতুন নায়িকার নাম ঘোষণা করা হয়। ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। সংলাপ ও চিত্রনাট্য করছেন দেলোয়ার হোসেন দিল।
শাকিব খান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “কয়েকদিন দেশের বাইরে ছিলাম, আজই দেশে ফিরেছি। যারা আমার কাছের মানুষ, তাদের অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন- ‘একটা প্রেম দরকার মাননীয় সরকার’- এটি কী ধরনের সিনেমার নাম? কিন্তু, নামটি আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। আমার কাছে সত্যিই মনে হয়, একটি প্রেম দরকার। এর কারণ হলো, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচাতে একটি প্রেম সত্যিই দরকার।”
শবনম বুবলী ডেইলি স্টার অনলাইনকে বলেন, “নতুন ছবিটির নাম ‘একটা প্রেম দরকার মাননীয় সরকার’ হলেও সিনেমার স্বার্থে আমাদের সবার একত্রে কাজ করা উচিত। সে জন্যই প্রেম দরকার। দিন শেষে আমরা তো একটি ভালো চলচ্চিত্র দেখতে চাই। তার জন্য আমাদের সবারই কাজের প্রতি প্রেম থাকা দরকার। তা না হলে ভালো কাজটা কেউই করতে পারব না।”
Comments