জাহানারার রেকর্ডের দিনে আয়ারল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ
বাংলাদেশের মেয়েদের হয়ে প্রথমবার ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন জাহানারা আলম। রান তাড়ায় নিগার সুলতানার ব্যাটে চাঙ্গা বাংলাদেশ শেষ বলে গিয়ে জেতে ফাহিমা খাতুনের ব্যাটে।
ডাবলিনে আয়ারল্যান্ডের করা ১৩৪ রান বাংলাদেশের মেয়েরা পেরিয়েছে ৪ উইকেট হাতে রেখে। আন্তর্জাতিক ক্রিকেট মেয়েদের কখনো ৫ উইকেট নেওয়ার নজির ছিল না। ডাবলিনে তা গড়লেন জাহানারা। ৪ ওভার বল করে ২৮ রানে নিলেন ৫ উইকেট। রান তাড়ায় নিগার খেললেন ৪৬ রানের ইনিংস। তাতে তিন ম্যাচ সিরিজের প্রথমটি জিতে ১-০ তে এগিয়ে গেল সালমা খাতুনের দল।
স্বাগতিকদের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। দুই ওপেনারকে শুরুতেই ফিরিয়ে আঘাত হানেন জাহানারা। তাকে সঙ্গ দিয়ে সালমা, খাদিজা আর রুমানাও করেন কিপটে বোলিং। ধুঁকতে থাকা আইরিশ মেয়েদের হয়ে লড়েন কেবল ইসাবেল জয়েস। ৪১ রান করা ইসাবেলকে বোল্ড করেন নিজের ৫ উইকেট পুরো করেন জাহানারা।
১৩৫ রানের লক্ষ্যে শুরুতেই শামীমা সুলতানাকে হারায় বাংলাদেশ। আরেক ওপেনার আয়েশা রহমান ছিলেন ছন্দে। ২৪ রান নিয়েছেন দ্রুত। চারে নামা নিগারই ঘুরিয়েছেন খেলার মোড়। ৩৮ বলে ৪৬ রান করেন এই ডানহাতি ব্যাটার। শেষ দিকে ফাহিমার ১৮ বলে ঝড়ো ২৬ রানে তীরে তরি ভেড়ে বাংলাদেশের।
Comments