‘পোড়ামন ২’: দর্শকদের মুগ্ধতায় যোগ হচ্ছে নতুন হল

এবার ঈদের সফল ছবি ‘পোড়ামন ২’ আজ (২৯ জুন) নতুন করে ৩৫টি হলে মুক্তি পেতে যাচ্ছে। ঈদে মোট ২২টি হলে মুক্তি পেয়েছিল ছবিটি। এরমধ্যে সাতটি হলে টানা তিন সপ্তাহ ধরে সগৌরবে চলছে রায়হান রাফি পরিচালিত ‘পোড়ামন ২’।
Siam Ahmed and Puja Cheri
অভিনয়তারকা সিয়াম আহমেদ এবং পূজা চেরি। ছবি: দ্য ডেইলি স্টার

এবার ঈদের সফল ছবি ‘পোড়ামন ২’ আজ (২৯ জুন) নতুন করে ৩৫টি হলে মুক্তি পেতে যাচ্ছে। ঈদে মোট ২২টি হলে মুক্তি পেয়েছিল ছবিটি। এরমধ্যে সাতটি হলে টানা তিন সপ্তাহ ধরে সগৌরবে চলছে রায়হান রাফি পরিচালিত ‘পোড়ামন ২’।

এই চলচ্চিত্রটি দিয়ে আলোচনায় এসেছেন ছবিটির নায়ক সিয়াম আহমেদ ও নায়িকা পূজা চেরি। আজ থেকে প্রথমবারের মতো যেসব হলে সিনেমাটি দেখানো হবে সেগুলো হলো: বনলতা (ফরিদপুর), বনানী (কুষ্টিয়া), ছায়াবানী (ময়মনসিংহ), চিত্রালী (খুলনা), দুলাল (ফেনী), হীরামন (নেত্রকোনা), ঝংকার (পাঁচদোনা), কানন (সাগরদিঘী), কেয়া (টাঙ্গাইল), কল্লোল (মধুপুর), মানসী (কিশোরগঞ্জ), মডার্ন (দিনাজপুর) ও মধুমিতা (ঢাকা)।

এছাড়াও, ছবিটি চলবে শাপলা (রংপুর), মমতাজ (সিরাজগঞ্জ), মনিহার (যশোর), মনিকা (শায়েস্তাগঞ্জ), নন্দিতা (সিলেট), নিউমেট্রো (নারায়ণগঞ্জ), অভিরুচি (বরিশাল), প্রীতি (আগলা), রাজ (কুলিয়ারচর), রানা (বামন্দী), রানীমহল (ডেমরা), রাজিয়া (নাগরপুর), রুনা (চালাকচর), শঙ্খ (খুলনা) এবং সেনা (সাভার) সিনেমা হলগুলোতে।

পরিচালক রায়হান রাফি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘‘অনেক স্বপ্ন নিয়ে ‘পোড়ামন ২’ ছবিটি বানিয়েছিলাম। দর্শকদের কাছ থেকে এতো সাড়া পাবো ভাবিনি। আমার প্রথম কাজ, তাই অনেক ভয়ও ছিল।”

“মুক্তির তৃতীয় সপ্তাহেও ছবিটি হলের দর্শক চাহিদার শীর্ষে রয়েছে- এটি অনেক আনন্দের। নতুন হলগুলোতে দর্শকের ভালোবাসা পাবো আশা করছি,” যোগ করেন পরিচালক।

Comments

The Daily Star  | English
Bangladeshi-Americans eager to help build new Bangladesh

July uprising and some thoughts of Bangladeshi-Americans

NRBs gathered in New Jersey showed eagerness to assist in the journey of the new Bangladesh forward.

8h ago