ফেয়ার প্লে নিয়ম পরিবর্তনের কোন পরিকল্পনা নেই: ফিফা

এবারের বিশ্বকাপে ইতিহাসই হয়ে গেছে। প্রথম দল হিসেবে ফেয়ার প্লে’তে পিছিয়ে পড়ায় গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে সেনেগালকে। ফিফার এই নিয়ম নিয়ে তাই আলোচনাও হচ্ছে বেশ। তবে ফিফা জানিয়েছে, আপাতত এই নিয়ম বদলানোর কোন পরিকল্পনা তাঁদের নেই।
ফেয়র প্লে নিয়ম নিয়ে কথা বলতে গিয়ে ফিফার টুর্নামেন্ট প্রধান ও ইভেন্ট অফিসার কলিন স্মিথ বলেছেন, ‘সিনিয়র পর্যায়ের বিশ্বকাপে এই প্রথমবারের মতো ফেয়ার প্লে নিয়ম ব্যবহারের প্রয়োজন হলো। আমরা চাই না লটারির মাধ্যমে কোন দলের ভাগ্য নির্ধারিত হোক। আমরা বিশ্বাস করি, মাঠের পারফরম্যান্সের উপর ভিত্তি করেই দলগুলোর পরের রাউন্ডে যাওয়া উচিত, লটারির মাধ্যমে নয়। লটারিতে যাওয়ার সম্ভাবনা আরও কমিয়ে আনার জন্যই আমরা এই ফেয়ার প্লে নিয়মের প্রবর্তন করেছি।’
বিশ্বকাপ শেষে এই নিয়মের ইতিবাচক ও নেতিবাচক দিক নিয়ে বিশ্বকাপ শেষে তাঁরা আবার পর্যালোচনা করবেন বলেও জানিয়েছেন কলিন স্মিথ, ‘বিশ্বকাপের পর আমরা আবার পর্যালোচনা করব। সকলের প্রতিক্রিয়া কী সে ব্যাপারটা দেখব আমরা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই নিয়ম পাল্টানোর কোন প্রয়োজন আমরা দেখছি না।’
Comments