‘মেসি দলের ট্যাকটিকস নির্ধারণ করছে না’

কোচ হিসেবে দলের ট্যাকটিকস নির্ধারণ করার দায়িত্ব হোর্হে সাম্পাওলিরই। একাদশে কে খেলবেন, দল কোন ফর্মেশনে খেলবে, কখন কাকে বদলি হিসেবে নামানো হবে সব সিদ্ধান্ত কোচেরই নেয়ার কথা। কিন্তু কয়েকদিন ধরেই চারপাশে জোর গুঞ্জন, সাম্পাওলি নয়, বরং দলের ট্যাকটিকস নির্ধারণ করছেন লিওনেল মেসি!
তবে ফ্রান্সের বিপক্ষে শেষ ষোলোর আগের দিন এমন দাবি একেবারে নাকচ করে দিয়েছেন সাম্পাওলি। বলেছেন, কোচের যা যা দায়িত্ব আছে, সব তিনিই পালন করছেন, মেসি নন।
বিতর্কের সূত্রপাত নাইজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বদলি হিসেবে সার্জিও আগুয়েরোকে নামানোর সময়। আগুয়েরোকে নামানোর আগে নাকি মেসির অনুমতি চেয়েছিলেন সাম্পাওলি। আর এর পরেই গুঞ্জন শুরু হয়, দলের উপর আর কোন কর্তৃত্ব নেই সাম্পাওলির।
সাম্পাওলি অবশ্য এসব গুঞ্জনে কানই দিতে চাইলেন না। ঘটনাকে অতিরঞ্জিত করা হয়েছে বলেই দাবি তাঁর, ‘গুরুত্বপূর্ণ ম্যাচে হাতে থাকা সব ধরনের বিকল্পের দিকেই নজর দিতে হয় আমাদের। সিদ্ধান্ত নেয়ার আগে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নেয়া হয়। আমি মেসির সাথে শুধু এই বিষয়ে যোগাযোগ করছিলাম। ওকে জানাচ্ছিলাম, অনুশীলনে আক্রমণাত্মক খেলোয়াড়দের নিয়ে যে কৌশল আমরা সাজিয়েছিলাম, সেটাই এখন বাস্তবায়ন করতে যাচ্ছি। আমি আমার একজন খেলোয়াড়কে আমার ভাবনা সম্পর্কে জানিয়েছি। এর বেশি কিছু নয়। আমাদের যা আলাপ হয়েছে, সেটাকে অতিরঞ্জিত করে উপস্থাপন করা হয়েছে।’
এছাড়া ফ্রান্সের বিপক্ষে তাঁর দল আরও আক্রমণাত্মক ফুটবল খেলবে বলেও জানিয়েছেন সাম্পাওলি।
Comments