রোনালদোকে আটকালেই অর্ধেক আটকে যাবে পর্তুগাল!
ফার্নান্দো সান্তোস বারবার দাবি করে চলেছেন, পর্তুগাল মানেই কেবল ক্রিস্তিয়ানো রোনালদো নয়। তবে সে কথা বিশ্বাস করছে কয়জন! ডিয়েগো ফোরলানই যেমন বলছেন, রোনালদোকে আটকে দিতে পারলেই অর্ধেক আটকে যাবে পর্তুগাল।
বিবিসি রেডিও ফাইভের সাথে আলাপকালে ২০১০ বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী ফোরলান বলেছেন, ‘রোনালদোকে আটকালেই পর্তুগালকে অর্ধেক আটকে দিতে পারবে উরুগুয়ে।’
টুর্নামেন্টে এখনও পর্যন্ত চার গোল করে ফেললেও রোনালদোকে নিষ্প্রভ রাখার সামর্থ্য উরুগুয়ের আছে বলে দাবি করেছেন দেশটির হয়ে ৩৬ গোল করা ফোরলান, ‘আমাদের খুব ভালো মানের ডিফেন্ডার আছে। রোনালদো গ্রেট খেলোয়াড় সন্দেহ নেই, কিন্তু আমাদের রক্ষণভাগ ও দলের উপর আস্থা আছে আমার।’
রক্ষণ নিয়ে খুব বেশি চিন্তা না করলেও দলের সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন ২০১০ বিশ্বকাপে পাঁচ গোল করা ফোরলান, ‘রক্ষণভাগ নিয়ে আমি খুব বেশি দুশ্চিন্তা করছি না। তবে আমাদের সতর্ক থাকতে হবে, অন্য যেকোনো ম্যাচের চেয়ে বেশি মনোযোগী হতে হবে। পর্তুগাল বলে না, সব প্রতিপক্ষের বিপক্ষেই আমাদের সতর্ক হয়ে খেলতে হবে।’
২০০৩ থেকে ২০০৫ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর সতীর্থ ছিলেন ফোরলান। সাবেক সতীর্থকে নিয়ে যেন উচ্ছ্বাসই ঝরে পড়লো ফোরলানের কণ্ঠে, ‘ও চ্যালেঞ্জ নিতে ভালোবাসে। এটা ওর জীবন ধারণেরই অংশ। আর চ্যালেঞ্জ নিয়েই ও এতকিছু জিতেছে। এই বিশ্বকাপে আমরা অন্যরকম রোনালদোকেই দেখছি। ও এখন আরও বেশি দল অন্তঃপ্রাণ খেলোয়াড়। এখন যেকোনো অ্যাঙ্গেল থেকেই গোলে শুট নেয় না ও, এটাই ওকে আরও বেশি করে দলীয় খেলোয়াড়ে পরিণত করেছে। ও জানে, ও ভালো না খেললে বা গোল না করলে ওর দল টুর্নামেন্ট থেকে বাদ হয়ে যাবে।’
Comments