পেলের কীর্তিতে ভাগ বসিয়ে উচ্ছ্বসিত এমবাপে

সেই ১৯৫৮ সালে কীর্তিটি গড়েছিলেন ফুটবল কিংবদন্তি পেলে। টিনএজার হিসেবে একাধিক গোল দিয়েছেন তিনি। এরপর প্রায় ৬০ বছর ধরে একাই ছিলেন এ ক্লাবে। দীর্ঘদিন পর পেলেকে স্পর্শ করলেন ফ্রান্সের তরুণ স্ট্রাইকার কিলিয়েন এমবেপে। আর পেলের পাশে দাঁড়াতে পেরে দারুণ উচ্ছ্বসিত এ পিএসজি তারকা।
মূলত এমবেপের কাছেই এদিন হেরে যায় আর্জেন্টাইনরা। এ তরুণের গতির কাছে পেরে ওঠেনি আর্জেন্টিনার গড়পড়তার ডিফেন্ডাররা। দুটি গোল করেছেন। ওপর একটিতেও রয়েছে তার অবদান। তাই দিনশেষে নায়ক এ তরুণই। স্বাভাবিকভাবে নিজের উচ্ছ্বাস গোপন করতে পারেননি তিনি, ‘আমি খুবই খুশি। পেলের মতো গ্রেট একজন খেলোয়াড়ের সঙ্গে তুলনা করা অবশ্যই আমার জন্য আত্মতৃপ্তিকর। ’
চলতি আসরে এখন পর্যন্ত ৩টি গোল করেছেন এমবেপে। সুযোগ রয়েছে বাড়িয়ে নেওয়ার। কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে কিংবা পর্তুগালের বিপক্ষে খেলবে দলটি। তবে পেলের সঙ্গে নিজের ধরণের অনেক পার্থক্য দেখছেন এ তরুণ, ‘তবে সে অন্য ধরণের। তারপরও তারপর দারুণ একটি অর্জন। বিশেষ তাদের মতো খেলোয়াড়রা যা করেছে তা করতে পারা। ’
১৯৯৮ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে জন্মগ্রহণ করেন এমবেপে। ওই বছরই বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স। এ প্রসঙ্গ উঠতেই হেসে ফেলেন এমবেপে। বলেন, ‘কোন বিতর্কের অবকাশ নেই... ওই বছরই আমরা প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলাম। আমাদের সামনেও ভালো সুযোগ কিছু করে দেখানোর। ফুটবলে কোন বড় মঞ্চ নেই।’
Comments