পেলের কীর্তিতে ভাগ বসিয়ে উচ্ছ্বসিত এমবাপে

সেই ১৯৫৮ সালে কীর্তিটি গড়েছিলেন ফুটবল কিংবদন্তি পেলে। টিনএজার হিসেবে একাধিক গোল দিয়েছেন তিনি। এরপর প্রায় ৬০ বছর ধরে একাই ছিলেন এ ক্লাবে। দীর্ঘদিন পর পেলেকে স্পর্শ করলেন ফ্রান্সের তরুণ স্ট্রাইকার কিলিয়েন এমবেপে। আর পেলের পাশে দাঁড়াতে পেরে দারুণ উচ্ছ্বসিত এ পিএসজি তারকা।

সেই ১৯৫৮ সালে কীর্তিটি গড়েছিলেন ফুটবল কিংবদন্তি পেলে। টিনএজার হিসেবে একাধিক গোল দিয়েছেন তিনি। এরপর প্রায় ৬০ বছর ধরে একাই ছিলেন এ ক্লাবে।  দীর্ঘদিন পর পেলেকে স্পর্শ করলেন ফ্রান্সের তরুণ স্ট্রাইকার কিলিয়েন এমবেপে। আর পেলের পাশে দাঁড়াতে পেরে দারুণ উচ্ছ্বসিত এ পিএসজি তারকা।

মূলত এমবেপের কাছেই এদিন হেরে যায় আর্জেন্টাইনরা। এ তরুণের গতির কাছে পেরে ওঠেনি আর্জেন্টিনার গড়পড়তার ডিফেন্ডাররা। দুটি গোল করেছেন। ওপর একটিতেও রয়েছে তার অবদান। তাই দিনশেষে নায়ক এ তরুণই। স্বাভাবিকভাবে নিজের উচ্ছ্বাস গোপন করতে পারেননি তিনি, ‘আমি খুবই খুশি। পেলের মতো গ্রেট একজন খেলোয়াড়ের সঙ্গে তুলনা করা অবশ্যই আমার জন্য আত্মতৃপ্তিকর। ’

চলতি আসরে এখন পর্যন্ত ৩টি গোল করেছেন এমবেপে। সুযোগ রয়েছে বাড়িয়ে নেওয়ার। কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে কিংবা পর্তুগালের বিপক্ষে খেলবে দলটি। তবে পেলের সঙ্গে নিজের ধরণের অনেক পার্থক্য দেখছেন এ তরুণ, ‘তবে সে অন্য ধরণের। তারপরও তারপর দারুণ একটি অর্জন। বিশেষ তাদের মতো খেলোয়াড়রা যা করেছে তা করতে পারা। ’

১৯৯৮ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে জন্মগ্রহণ করেন এমবেপে। ওই বছরই বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স। এ প্রসঙ্গ উঠতেই হেসে ফেলেন এমবেপে। বলেন, ‘কোন বিতর্কের অবকাশ নেই... ওই বছরই আমরা প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলাম। আমাদের সামনেও ভালো সুযোগ কিছু করে দেখানোর। ফুটবলে কোন বড় মঞ্চ নেই।’

Comments

The Daily Star  | English

Covid impact, inflation push up poverty

Around 27.51 lakh more Bangladeshi people fell into poverty in 2022 due to the global food price hike and post Covid-19 impacts, according to a paper by a researcher at the International Food Policy Research Institute (IFPRI).

2h ago