কাভানির জোড়া গোলে রোনালদোর পর্তুগালকে বিদায় করল উরুগুয়ে

চলতি আসরে প্রথমবারের মতো গোল হজম করল উরুগুয়ে। তারপরও বড় ক্ষতি হতে দেননি এডিসন কাভানি। দারুণ দুটি ফিনিশিংয়ে জোড়া গোল করে একাই পার্থক্য গড়ে দিয়েছেন ম্যাচের। এ পিএসজি তারকার নৈপুণ্যেই ২-১ গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নাম লেখায় দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে।
আর তাতে বিদায় নিশ্চিত হয় সময়ের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। একই দিনে বিদায় নিয়েছেন সময়ের আরেক সেরা তারকা আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ফলে কিছুটা হলেও জৌলুসহীন হয়ে পড়ল বিশ্বকাপ। তবে সে ঘাটতি পূরণে দুর্দান্ত খেলে চলেছেন কাভানি-সুয়ারেজরা।
এ নিয়ে তৃতীয়বারের মতো লড়াই হল দলদু’টির। তাতে প্রথমবারের মতো জয় পেল উরুগুয়ে। তাও বিশ্বকাপের মঞ্চে। জেতার তাগিদটা শুরু থেকেই ছিল তাদের। যদিও প্রথম সুযোগটা পায় পর্তুগাল। ৬ মিনিটে ২৫ গজ দূর থেকে দারুণ এক শট করেছিলেন রোনালদো। তবে সে শট ফেরাতে তেমন ভোগান্তিতে পড়তে হয়নি উরুগুয়ে গোলরক্ষক ফের্নান্দো মুসলেরাকে।
তবে দুই মিনিট পর লুইস সুয়ারেজ ও এডিসন কাভানির রসায়ন দেখতে পায় ফুটবল বিশ্ব। নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করে দারুণ হেডে বল জালে জড়ান কাভানি। ১১ মিনিটেই সমতায় ফিরতে পারতো পর্তুগাল। শর্ট কর্নার থেকে রাফায়েল গেরেরো ক্রসে ফাঁকায় হোসে ফন্তের হেড লক্ষ্যে থাকেনি। ২২ মিনিটে ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ ছিল উরুগুয়ের। তবে সুয়ারেজের শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন পর্তুগিজ গোলরক্ষক রুই পেট্রিসিও।
৫৪ মিনিটে জটলা থেকে গোল করার দারুণ সুযোগ ছিল পর্তুগালের। হয়নি। ঠিকভাবে শট নিতে পারেননি রোনালদো। কর্নারের বিনিময়ে সে যাত্রা রক্ষা পায় উরুগুয়ে। তবে ওই কর্নারকেই কাজে লাগিয়ে সমতায় ফেরে পর্তুগাল। গেরেরো ক্রস থেকে একেবারে ফাঁকায় দাঁড়িয়ে থাকা পেপের হেড সহজেই লক্ষ্যভেদ হয়।
তবে এগিয়ে যেতে বেশি সময় নেয়নি উরুগুয়ে। ছয় মিনিট পর সমতায় ফেরানো পেপের ভুলে বল পেয়ে যান রদ্রিগো বেনতানচার। তার কাছ থেকে বল পেয়ে চমৎকারভাবে কোনাকোনি এক শটে নিজের এবং দলের দ্বিতীয় গোল করেন কাভানি।
৬৯ মিনিটে বিপদ প্রায় ডেকে এনেছিলেন উরুগুয়ে গোলরক্ষক। গেরারোর ফিস্ট করতে গিয়ে ফাঁকায় বার্নারদো সিলভার পায়ে বল দিইয়ে ফেলেন মুসলেরা। তবে সে সুযোগ বারের উপরে মেরে নষ্ট করেন সিলভা। ম্যাচের একেবারে শেষ দিকে ব্যবধান বাড়াতে পারতো উরুগুয়ে। সুয়ারেজের বাড়ানো বলে প্রয়োজন ছিল একটু পা ছোঁয়ানোর। তবে ঠিকভাবে লাগাতে পারেননি রদ্রিগেজ।
Comments